সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরের তৃতীয় টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনে। চতুর্থ টেস্ট হবে আহমেদাবাদে। সেখানকার পিচ কেমন আচরণ করবে? পিচ কি ঘূর্ণি হবে? নাকি পেসারদের সাহায্য করবে? ভারতের প্রাক্তন ম্যানেজার রবি শাস্ত্রীরও (Ravi Shastri) অনুমান আহমেদাবাদের পিচে বল পড়ে ঘুরবে। কিন্তু কত তাড়াতাড়ি?
ভারতের কোচ রোহিত শর্মারও (Rohit Sharma) অনুমান গুজরাটের পিচে বল ঘুরবে। শাস্ত্রী বলছেন, ”বল ঘুরবে ঠিকই কিন্তু কত তাড়াতাড়ি ঘুরবে? কতক্ষণ আর উনুনে রাখা যাবে? এবার হয়তো একটু পরের দিকেই বল ঘুরবে।” শাস্ত্রী অবশ্য আরও বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটপাগলরাও চান ব্যাটাররা রান পান।
দু’ দলেই রয়েছে তারকা ব্যাটার। তাঁরাও চাইবেন রানে ফিরতে। শাস্ত্রী এমনটাই জানিয়েছেন ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে। শাস্ত্রীর সুরেই সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ম্যাথু হেডেন। তিনি বলছেন, ”এমন একটি পিচ দেখতে চাই যা দু’দলের ব্যাটিং ইউনিটকে নিজেদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ দেবে।”
ইন্দোরের পিচকে আইসিসি ‘পুওর’ তকমা দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে গিয়ে হয়তো আবেদন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইন্দোরের পিচ-বিতর্কের পরে অনেকেরই কৌতূহল, তবে কি গুজরাট সংস্থাকে কোনও নির্দেশ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? গুজরাট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কোনও নির্দেশ আসেনি। আমাদের স্থানীয় কিউরেটররা সাধারণ ট্র্যাক প্রস্তুত করছে, যেমন আমরা সব মরশুমে করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.