Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিজয়ের হ্যাটট্রিক করবেন রোহিতরা, চ্যালেঞ্জ শাস্ত্রীর

রবি শাস্ত্রীর কোচিংয়েই গতবার দুরন্ত কামব্যাক করে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে টিম ইন্ডিয়া।

Ravi Shashtri predicts that India can complete hat-trick in Border-Gavaskar trophy
Published by: Arpan Das
  • Posted:August 15, 2024 5:09 pm
  • Updated:August 15, 2024 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বর্ডার-গাভাসকর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ২০১৭ সালের পর ২০২১-এ বহু বাধা পেরিয়ে সেই ঐতিহাসিক সিরিজ জয়। এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মারা। এবারও যে তারা সিরিজ জিতবেন, সে বিষয়ে আশাবাদী ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। গতবার দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবং সেবার ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘এর সঙ্গে আবেগ জড়িয়ে…’ দেশের মাটিতে দিন-রাতের টেস্ট আয়োজনে কেন নারাজ জয় শাহ?]

তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে এবার পাঁচটা ম্যাচ হতে চলেছে। ভারত আগের দুবার অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে হারিয়েছে। অস্ট্রেলিয়া প্রায় গত এক দশকে বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি। তাই সবাই এই দুটো মহাশক্তিশালী দলের লরাই দেখার অপেক্ষায় থাকবে। ভারতের কাছে এবার হ্যাটট্রিক করার দারুণ সুযোগ রয়ছে। কারণ সব বোলাররাই ফিট হয়ে গিয়েছে। যদি ভালো বল করা যায়, তাহলে অস্ট্রেলিয়াকে আরেকবার হারানো যাবে।”

[আরও পড়ুন: অভিষেকেই গোল এমবাপের, আটালান্টাকে হারিয়ে সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ]

সেই সঙ্গে শাস্ত্রী আরও বলছেন, “আমরা জানি অস্ট্রেলিয়া প্রতিশোধ নেওয়ার জন্য বসে রয়েছে। তারা ভারতকে হারানোর জন্য উজ্জীবিত থাকবে। দুদলেরই শক্তি প্রায় সমান-সমান। ওদের পেস বোলিং খুব ভালো। সেই সঙ্গে নাথান লিয়ঁকেও ধরতে হবে। ভারতের ক্ষেত্রে বুমরাহ ফিট, শামিও ফিট হচ্ছে। তার সঙ্গে আছে মহম্মদ সিরাজ। অশ্বিন ও জাদেজা দলে থাকলে ভারতের দল খুবই শক্তিশালী হবে। ভালো রিজার্ভ বেঞ্চও হবে।” শাস্ত্রীর ধারণা মতো এবার কি হ্যাটট্রিক হবে? আশায় দেশবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement