সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বহু তারকা ক্রিকেটারের উত্থান হয়েছে তাঁর হাত ধরে। এবার ‘দাদা’র নেতৃত্ব নিয়ে মুগ্ধতার কথা জানালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আইপিএলে (IPL 2024) দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস ম্যাচের পর সোশাল মিডিয়ায় দুজনের ছবি দিয়ে বিশেষ বার্তা দিলেন অশ্বিন।
সৌরভ এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট বিভাগের ডিরেক্টর। অন্যদিকে রাজস্থান রয়্যালসের স্পিন বিভাগের প্রধান শক্তি অশ্বিন। এবারের আইপিএলে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে দুদলের লড়াইয়ে অবশ্য শেষ হাসি হাসল রাজস্থানই। ম্যাচ শেষে সোশাল মিডিয়ায় দুজনের ছবি দেন রাজস্থান স্পিনার। যেখানে দুজনকেই খোশমেজাজে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অশ্বিন লেখেন, “মহান মানুষদের সঙ্গে দেখা হওয়া সব সময়ই আনন্দের। তুমি নেতৃত্বের মাধ্যমে একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছ।”
সৌরভও উত্তর দিয়েছেন অশ্বিনের পোস্টের। এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন অশ্বিন। সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রাক্তন ভারত অধিনায়ক উত্তর দেন, “সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ। ৫০০ উইকেটের পর ৬০০-র লক্ষ্যে এগিয়ে চলো। বুঝতে পারছ, এটা কত বড় প্রাপ্তি?”
View this post on Instagram
নিজের কেরিয়ারে অশ্বিন কখনওই সৌরভের অধীনে খেলেননি। তবু দাদার নেতৃত্ব যে তাঁকে অনুপ্রাণিত করেছে, সে কথা স্বীকার করে নিলেন ৩৭ বছর বয়সি স্পিনার। এর আগে সৌরভও অশ্বিনের স্পিন বোলিংয়ের প্রশংসা করেছেন। ৫০০ উইকেট পাওয়ার পর অশ্বিনকে ‘সর্বকালের শ্রেষ্ঠ’ও বলেছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.