দেবাশিস সেন, দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2021) দুরন্ত মেজাজেই রয়েছে আফগানিস্তান। স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে রশিদ খানের দল। আজ অবশ্য আফগানিস্তানকে সামলাতে হবে বিধ্বংসী পাকিস্তানের চ্যালেঞ্জ। আর বাবরবাহিনীর বিরুদ্ধে দ্বৈরথের চব্বিশ ঘণ্টা আগে আফগান শিবিরে তালিবানি ফতোয়া।
ঘটনাটা কী? স্কটল্যান্ড ম্যাচে দেশের জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আফগান ক্রিকেটাররা। অধিনায়ক মহম্মদ নবিকে তো আবার কাঁদতেও দেখা যায়। ক্রিকেটারদের এমন আবেগপ্রবণ হয়ে পড়তে দেখে ক্ষুব্ধ তালিবরা (Taliban)। যারা ঘটনাটা ভাল ভাবে নেয়নি। আফগান শিবিরে খোঁজ নিয়ে জানা গেল ক্রিকেটারদের একপ্রকার সতর্ক করে তালিবানরা বলে দিয়েছে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।
তালিবানি ফতোয়ার প্রভাব প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনেও পড়ে। তারকা স্পিনার রশিদকে (Rashid Khan) আফগানিস্তান মহিলা দল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সেই প্রসঙ্গ এড়িয়ে রশিদ শুধু বলেন, সব কিছুই ঠিক আছে তাঁর দেশে। অনেকেই মনে করেন তালিবানদের এত শক্তিশালী হয়ে ওঠার পিছনে প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে পাকিস্তানের। কাকতালীয় ভাবে সেই পাকিস্তান ম্যাচের আগেই কিনা ফতোয়া জারি করল তালিবানরা!
এবার পাকিস্তানের (Pakistan Cricket Team) প্রসঙ্গে আসা যাক। ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী মেজাজেই রয়েছে বাবর আজমের দল। হতে পারে দল অপ্রতিরোধ্য জয়ের মেশিনে পরিণত হয়েছে। তাতেও আত্মতুষ্ট হয়ে পড়ছেন না সাকলিন মুস্তাক। পাকিস্তান কোচের মতে আফগানিস্তানের স্পিনাররা দিনের পর দিন গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন। সাকলিন বললেন, “আফগানিস্তান দারুণ দল। ওদের স্পিনাররা বিশ্বমানের। তাতেও আমাদের নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি আছে। আশা করছি সেই স্ট্র্যাটেজি কার্যকরীও হবে। প্রথম দু’ম্যাচের মতো আজও আমাদের সেই লড়াকু মানসিকতা নিয়েই খেলতে হবে।” আজ পাকিস্তান জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, সেটাই দেখার।
পাকিস্তান বনাম আফগানিস্তান
দুবাই, সন্ধে ৭-৩০, স্টার স্পোর্টসে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.