জয়োচ্ছ্বাস। একদিকে কেরল, অন্যদিকে বিদর্ভ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নতুন ইতিহাস গড়ল কেরল। অন্যদিকে থামল রনজি ট্রফির সবচেয়ে সফল দল মুম্বইয়ের সফর। সেমিফাইনালে গুজরাটের সঙ্গে ড্র করে নিজেদের ৭৪ বছরের ইতিহাসে প্রথমবার রনজির ফাইনালে উঠল কেরল। আর বিদর্ভের কাছে ৮০ রানে হারল অজিঙ্ক রাহানেদের মুম্বই। যারা ৪২ বার রনজি চ্যাম্পিয়ন।
কেরল বনাম গুজরাটের ম্যাচে ছিল পরতে পরতে নাটক। প্রথম ইনিংসে কেরল করে ৪৫৭ রান। সেখানে ১৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহম্মদ আজহারউদ্দিন। গুজরাটও সমানে-সমানে টক্কর দেয়। ১৪৮ রান করেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। কিন্তু তাঁদের ইনিংস থেমে যায় ৪৫৫ রানে। অর্থাৎ মাত্র ২ রানে পিছিয়ে ছিল তারা। আর সেটাই পার্থক্য গড়ে দিল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করে। কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ফাইনালে যায় কেরল। তার মধ্যে গুজরাটের শেষ উইকেটটি হারায় অদ্ভুতভাবে। সলমন নিজারের হেলমেটে লেগে বল চলে যায় শচীন বেবির হাতে। সেই উইকেটটি না হারালে ম্যাচের ফলাফল বদলে যেতে পারত।
wicket in hand
runs to equal scores
runs to secure a crucial First-Innings Lead
Joy. Despair. Emotions. Absolute Drama!
![]()
Scorecard
https://t.co/kisimA9o9w#RanjiTrophy | @IDFCFIRSTBank | #GUJvKER | #SF1 pic.twitter.com/LgTkVfRH7q
— BCCI Domestic (@BCCIdomestic) February 21, 2025
অন্যদিকে ৪২ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের সফর থেমে গেল বিদর্ভের কাছে হেরে। প্রথম ইনিংসে করুণ নায়ারের বিদর্ভ করে ৩৮৩ রান। জবাবে বিপাকে পড়েছিল অজিঙ্ক রাহানের দল। ১১৮ রানে ৬ উইকেট থেকে দলকে টেনে তোলেন আকাশ আনন্দ। তিনি করেন ১০৬ রান। শূন্য রানে ফেরেন সূর্যকুমার যাদব, শিবম দুবেরা। শেষ পর্যন্ত ২৭০ রানে থামে মুম্বইয়ের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বিদর্ভ করে ২৯২ রান। যশ রাঠোর করেন ১৫১ রান। জয়ের জন্য ৪০৬ রানের লক্ষ্য ছিল মুম্বইয়ের জন্য। লড়াই করেও তাদের ইনিংস শেষ হয়ে যায় ৩২৫ রানে। ব্যর্থ হন রাহানে-সূর্য-শিবমরা। শার্দূল ঠাকুর ৬৬ রান করে। অবশেষে ৮০ রানে জিতে ফাইনালে চলে গেল বিদর্ভ।
আগামী ২৬ ফেব্রুয়ারি রনজি ট্রফি ফাইনালে মুখোমুখি বিদর্ভ ও কেরল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.