রনজিতে বরোদার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর দল।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিচ ফিক্সিং’ বিতর্কে বিদ্ধ রনজি ট্রফি। বরোদার বিরুদ্ধে ম্যাচের সময় অভিযোগ জম্মু ও কাশ্মীরের। যার জেরে মাঠ ছেড়ে বেরিয়েও যান তারা। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের ম্যাচ শুরু হয়। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারদের অভিযোগ, রাতারাতি পিচ বদলে দেওয়া হয় বরোদার মাঠে।
তাঁদের বক্তব্য, দ্বিতীয় দিনের শেষে পিচ যেরকম ছিল, তৃতীয় দিনের পিচ তার থেকে সম্পূর্ণ আলাদা। রাতারাতি পিচ বদলে দেওয়া হয়। যে কারণে ‘নতুন’ পিচ স্যাঁতসেঁতে ও প্রায় অচেনা হয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁদের। ফলে এদিন ব্যাট করা কঠিন হবে বলে দাবি করেন তাঁরা। অধিনায়ক পরশ ডোগরার নেতৃত্বে প্রতিবাদ শুরু করেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটাররা। এমনকী মাঠ ছেড়ে বেরিয়েও যান তাঁরা। যার ফলে প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। ৯:৩০-র বদলে ১০:৫৫-য় ম্যাচ শুরু হয়।
উল্লেখ্য, পরের রাউন্ডে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে বরোদাকে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরকে শুধু ড্র করলেই হবে। সেখানে ঘরের মাঠে রীতিমতো বেকায়দায় ক্রুণাল পাণ্ডিয়ারা। প্রথমে ব্যাট করে জম্মু ও কাশ্মীর করে ২৪৬ রান। জবাবে বরোদার ইনিংস গুঁটিয়ে যায় ১৬৬ রানে। প্রথম ইনিংসেই অনেকটা পিছিয়ে ছিল বরোদা। ম্যাচ জিততে গেলে জম্মু ও কাশ্মীরকে তাড়াতাড়ি আউট করতে হত। এই পরিস্থিতিতে তৃতীয় দিনে ২০৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ‘পিচ ফিক্সিং’-র অভিযোগ আনেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটাররা।
দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে তারা করে ২৮৪ রান। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বরোদার রান ৫৮। ম্যাচ জিততে এখনও ৩০৭ রান করতে হবে তাদের। হাতে একদিন। ফলে ম্যাচ ক্রমশ ড্রয়ের দিকেই এগোচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.