জয় শাহ।
স্টাফ রিপোর্টার: আসন্ন মরশুম থেকে একাধিক পরিবর্তন আসতে চলেছে দেশের ঘরোয়া ক্রিকেটে। ঐতিহ্যের রনজি ট্রফি (Ranji Trophy) যেমন দু’ভাগে আয়োজিত হতে পারে। ঠিক তেমনই সিকে নাইডু ট্রফি থেকে উঠে যেতে পারে টস!
খবর যা, তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর, কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে আলোচনা করে নতুন ঘরোয়া ক্রিকেটের একটা খসড়া অ্যাপেক্স কাউন্সিলের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। যা অনুমোদন পেয়ে গেলে খোলনলচে পাল্টে যাবে ভারতের ঘরোয়া ক্রিকেটের। নতুন খসড়া অনুযায়ী, পাঁচটা ম্যাচের পর সাময়িক বন্ধ হবে রনজি ট্রফি। পরপর দু’টো সাদা বলের টুর্নামেন্ট হবে তার পর। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি এবং বিজয় হাজারে ট্রফি। রনজি ট্রফির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ এবং নক আউট পর্ব হবে দু’টো সাদা বলের টুর্নামেন্ট শেষে।
দু’টো কারণে এ জিনিস করা হচ্ছে। এক, শীতের সময় উত্তর ভারতে আবহাওয়াজনিত সমস্যা মোকাবিলার কারণে। গতবার যেমন কম আলোর ফলে রনজি ট্রফির একাধিক ম্যাচ সময়ে শুরু করা যায়নি। প্রচুর সময় নষ্ট হয়েছে। ভুগতে হয়েছে বাংলা-সহ একাধিক টিমকে। দ্বিতীয়ত, ম্যাচের মধ্যে পর্যাপ্ত সময় প্রদান। অতীতে টিমগুলোর একটা বেসরকারি অভিযোগ সব সময় থাকত যে, দু’টো রনজি ম্যাচের মধ্যে যথেষ্ট সময় পাওয়া যায় না। বোর্ড (BCCI) খতিয়ে দেখেছে যে, গত বার তিন দিনের বিরতিতে দু’খানা রনজি ট্রফি ম্যাচ কখনও কখনও খেলতে হয়েছে টিমগুলোকে।
এ দিন বোর্ড সচিব জয় শাহ বলে দেন, “রনজি ট্রফিতে যাতে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পায় এবং নিজেদের সেরাটা দিতে পারে, সেই কারণে দু’টো ম্যাচের মধ্যবর্তী সময় বাড়ানো হচ্ছে।” সঙ্গে তিনি জানিয়ে দেন যে, সিকে নাইডু ট্রফিতে টস থাকবে না। বরং অতিথি টিম ঠিক করবে, তারা ব্যাট করবে না বল। “এর বাইরেও আমরা কর্নেল সিকে নাইডু ট্রফিতে পয়েন্ট সিস্টেম চালু করার কথা ভাবছি আমরা। যাতে পারফরম্যান্সে ভারসাম্য আনা যায়। ভালো বোলিং ও ব্যাটিংয়ের জন্য পয়েন্ট থাকবে। প্রথম ইনিংস লিড ও সরাসরি জয় থেকে প্রাপ্ত পয়েন্টের পাশাপাশি,” বলে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.