Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy

দুই সুদীপের দুরন্ত ব্যাটিংয়েও ব্যর্থ ঋদ্ধি-অভিমন্যু, রনজির প্রথম দিনের শেষে চাপে বাংলা

উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন সুদীপ চট্টোপাধ্যায়। অন্যদিকে ৯০ রানে আউট হন সুদীপকুমার ঘরামি।

Ranji Trophy: Bengal Opener Sudip Chatterjee scores hundred vs Uttar Pradesh
Published by: Arpan Das
  • Posted:October 11, 2024 5:45 pm
  • Updated:October 11, 2024 5:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত দিনের শেষে বড় রান তুলতে পারল না বাংলা। ব্যর্থ ঋদ্ধি-অভিষেক পোড়েলদের মিডল অর্ডার। রনজি ট্রফির গ্রুপ বি-র ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার রান ৭ উইকেট হারিয়ে ২৬৯। সেঞ্চুরি করেছেন ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। যদিও মাঠ ভিজে থাকার কারণে টস করতে কিছুটা দেরি হয়। শুরুতেই অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারায় বাংলা। দলীপ ও ইরানি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরির পর তাঁর থেকে বড় রানের আশা ছিল। তবে যশ দয়ালের বলে মাত্র ৫ রানে আউট হয়ে যান তিনি। সেখান থেকে বাংলার ইনিংসের হাল ধরেন দুই সুদীপ। তার মধ্যে সুদীপকুমার ঘরামি করেন ৯০ রান।

Advertisement

কিন্তু তিনি আউট হতেই একের পর এক আউট হতে থাকেন বাংলার ব্যাটাররা। অধিনায়ক অনুষ্টুপ ফিরে যান ১ রানে। অভিষেক পোড়েল আউট হন ২ রানে। বাংলা দলে এবার প্রত্যাবর্তন ঘটানো ঋদ্ধিমান সাহা রানের খাতাই খুলতে পারেননি। তার পরই ফিরে যান সুদীপ চট্টোপাধ্যায়। তিনি করেন ১১৬ রান। ঋত্বিক চট্টোপাধ্যায়ও বড় রান করতে পারেননি। প্রথম দিনের শেষে ২৬ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার শাহরাজ আহমেদ। তাঁকে সঙ্গ দিচ্ছেন সূরয সিন্ধু জয়সওয়াল।

উত্তরপ্রদেশের হয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন ভিপরাজ নিগম। একটি করে উইকেট পেয়েছেন যশ দয়াল ও সৌরভ কুমার। দ্বিতীয় দিনে বাংলার ব্যাটাররা কত বেশি রান করতে পারেন, সেদিকেই নজর থাকবে ক্রিকেটভক্তদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement