ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামির প্রত্যাবর্তনে আমূল বদলে গিয়েছে বাংলা দল। রনজিতে প্রথম ৪ ম্যাচে সম্বল মাত্র ৮ পয়েন্ট। পরের রাউন্ডে ওঠার রাস্তা ক্রমশ মুশকিল হচ্ছিল। সেখান থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার স্বপ্ন দেখছেন অনুষ্টুপ মজুমদাররা। যার নেপথ্যে ‘কামব্যাক কিং’ মহম্মদ শামি। শুধু বল হাতে নয়, পরে ব্যাট হাতেও কামাল দেখালেন তিনি।
৩৬০ দিন পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাঁর আগুনে বোলিংয়েই প্রথম ইনিংসে লিড পায় বাংলা। যেখানে বাংলার ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ থেমে যায় ১৬৭ রানে। ৬১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ১৭০ রানে ৫ উইকেট। তৃতীয় দিনে ঋত্বিক চ্যাটার্জি অর্ধশতরান করেন। অন্যদিকে ঋদ্ধিমান সাহা ৪৪ রান করেন। তাতেও মনে হচ্ছিল বড় রানের লিড পাবে না বাংলা। তখনই জ্বলে উঠলেন শামি।
তিনি ৩৬ বলে করেন ৩৭ রান। মারেন ২টি ছয়, ২টি চার। বাংলার ইনিংস থামে ২৭৬ রানে। মধ্যপ্রদেশের জন্য ৩৩৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য রাখেন অনুষ্টুপরা। জবাবে তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। ৩২ রানে অপরাজিত আছেন রজত পাতিদার। শুভ্রাংশু সেনাপতি করেন ৫০ রান। চতুর্থ দিনে জয়ের জন্য এখনও ১৮৮ রান তুলতে হবে। সেখানে অবশ্যই মোকাবিলা করতে হবে শামির বিধ্বংসী বোলিংয়ের। এদিন তিনি তুলে নিয়েছেন ১টি উইকেট। মরশুমে প্রথমবার পুরো পয়েন্ট তোলার জন্য শামির সঙ্গে যৌথ আক্রমণ চালাবেন সূরয সিন্ধু, মহম্মদ কাইফ, শাহবাজ আহমেদরা। কিন্তু এদিনের ইনিংসে শামি এটাও পরিষ্কার করে দিয়েছেন, যদি বর্ডার গাভাসকর ট্রফিতে তিনি দলে ঢুকতে পারেন, তাহলে বলের পাশাপাশি ব্যাট হাতেও ভরসা দেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.