সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে রেকর্ড গড়লেন হরিয়ানার অনশুল কাম্বোজ। কেরলের বিরুদ্ধে ম্যাচে তিনি তুলে নেন ১০টি উইকেটই। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় বোলার, যিনি রনজিতে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছেন। এদিন কেরলের শন রজারকে আউট হওয়ার করার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লেন তিনি।
রনজিতে প্রথম এই কৃতিত্ব রয়েছে এক বাঙালির নামে। ১৯৫৬-৫৭ সালে বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় ১০ উইকেট তোলেন। এর পর ১৯৮৫-৮৬ সালে রাজস্থানের প্রদীপ সুন্দরামের নাম ওঠে এই কৃতিত্বের তালিকায়। ৩৯ বছর পর এবার সেখানে জুড়ল অনশুলের নাম। হরিয়ানার বোলারের পরিসংখ্যান ৩০.১-৯-৪৯-১০।
তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনশুলের নাম রয়েছে ষষ্ঠ স্থানে। আগের দুজন যেমন রনজিতে রেকর্ড গড়েছেন, তেমনই অনিল কুম্বলে, সুভাষ গুপ্তে এবং দেবাশিষ মোহান্তির এই কৃতিত্ব রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলে ১০ উইকেট তুলেছিলেন। ম্যাচটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৫৪ সালে বাহওয়ালপুর একাদশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধেই ১০ উইকেট নিয়েছিলেন সুভাষ গুপ্তে। অন্যদিকে ২০০১ সালে দলীপ ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে এই রেকর্ড গড়েছিলেন ওড়িষার বোলার দেবাশিস মোহান্তি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন জিম লেকার। ইংল্যান্ডের জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে কুম্বলে ছাড়াও ২০২১ সালে মুম্বই টেস্টে ভারতের বিরুদ্ধে ১০ উইকেট তুলেছিলেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
রনজিতে অনশুলের দাপটে ২৯১ রানে থেমে যায় কেরলের ইনিংস। তবে ব্যাট হাতে নেমেও খুব একটা ভালো জায়গায় নেই হরিয়ানা। ৭ উইকেটে ১৩৯ রান হরিয়ানার। অনশুলের ঐতিহাসিক বোলিংয়ের পরও হার বাঁচানোর লড়াই লড়ছে তারা।
1⃣ innings 🤝 1⃣0⃣ wickets 👏
Historic Spell 🙌
3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets 🔥Watch 📽️ Haryana Pacer Anshul Kamboj’s record-breaking spell in the 1st innings against Kerala 👌👌#RanjiTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/RcNP3NQJ2y
— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.