সেঞ্চুরি করার পর তুষারকে অভিনন্দন জানাচ্ছেন তনুষ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি তুষার দেশপান্ডে (Tushar Deshpande)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দলের তরুণ বোলার ১৬ ম্যাচে নিয়েছিলেন ২১টি উইকেট। মুম্বইয়ের সেই বোলার এবার রনজি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে গড়ে ফেললেন নতুন রেকর্ড।
বরোদার (Baroda) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে খালি হাতে ফিরেছিলেন অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের এই সদস্য। তবে দ্বিতীয় ইনিংসে তুষার করলেন ১২৯ বলে ১২৩ রান। ৯৫.৩৪ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই ইনিংস ১০টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এদিকে তুষার ছাড়াও বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন ১০ নম্বর ব্যাটার তনুষ কোটিয়ান (Tanush Kotian)। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার উপর ভর করে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। রনজির ইতিহাসে এই প্রথম একই ইনিংসে কোনও দলের ১০ ও ১১ নম্বর ব্যাটার সেঞ্চুরি করলেন।
No.10 and No.11 scored a century for the first time in 78 years in First Class cricket history…!!! 🤯
– Tanush Kotian and Tushar Deshpande are part of the history. pic.twitter.com/UrT5jB3Z1b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 27, 2024
আর এই সেঞ্চুরির সৌজন্যে তুষার এক অভিনব নজির গড়লেন। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ঝুলিতে এল সেঞ্চুরি। ফলে রনজি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস গড়লেন ২৮ বছরের মুম্বইকর। ভাঙলেন তামিলনাড়ুর বিদ্যুৎ শিবরামকৃষ্ণণের ২৩ বছর আগের রেকর্ড। ২০০১ সালে দিল্লির বিরুদ্ধে রনজি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে সেই নজির গড়েছিলেন বিদ্যুৎ। প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২২ বলে ১১৫ রান করে আউট হন। বরোদার বিরুদ্ধে তুষার দেশপান্ডে ১২৩ রান করে পিছনে ফেলে দিলেন বিদ্যুৎকে।
Only the 2nd time in the history of first-class cricket, both No.10 and No.11 scored hundreds!
Indians vs Surrey, 1946
Chandu Sarwate 124*
Shute Banerjee 121Mumbai vs Baroda, 2024
Tanush Kotian 109* so far
Tushar Deshpande 111* so far#RanjiTrophy— Kausthub Gudipati (@kaustats) February 27, 2024
এদিকে তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথম বার ১০ ও ১১ নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন। ফলে মুম্বই দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রান করেছে। এবং প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে বরোদাকে জয়ের জন্য ৬০৬ রানের টার্গেট দিয়েছে মুম্বই। রনজি ট্রফি তথা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার কোনও দলের ১০ ও ১১ নম্বরে নামা ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন। এ ছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার। ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স বনাম সারের বিরুদ্ধে চাঁদু সারওয়াটে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অপরাজিত ছিলেন। সেই ইনিংসেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুটে বন্দ্যোপাধ্যায় ১২১ রান করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.