Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy 2023-24

১১ নম্বরে ব্যাট করে সর্বাধিক রান! রনজিতে ইতিহাস গড়লেন অজিঙ্কা রাহানের মুম্বইয়ের সতীর্থ

বাইশ গজের যুদ্ধে নতুন ইতিহাস।

Ranji Trophy 2023-24: Tushar Deshpande, Tanush Kotian script first-class history with Ranji Trophy hundreds against Baroda। Sangbad Pratidin

সেঞ্চুরি করার পর তুষারকে অভিনন্দন জানাচ্ছেন তনুষ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 27, 2024 4:05 pm
  • Updated:February 27, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি তুষার দেশপান্ডে (Tushar Deshpande)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দলের তরুণ বোলার ১৬ ম্যাচে নিয়েছিলেন ২১টি উইকেট। মুম্বইয়ের সেই বোলার এবার রনজি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে গড়ে ফেললেন নতুন রেকর্ড।

বরোদার (Baroda) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে খালি হাতে ফিরেছিলেন অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের এই সদস্য। তবে দ্বিতীয় ইনিংসে তুষার করলেন ১২৯ বলে ১২৩ রান। ৯৫.৩৪ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই ইনিংস ১০টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এদিকে তুষার ছাড়াও বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন ১০ নম্বর ব্যাটার তনুষ কোটিয়ান (Tanush Kotian)। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার উপর ভর করে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। রনজির ইতিহাসে এই প্রথম একই ইনিংসে কোনও দলের ১০ ও ১১ নম্বর ব্যাটার সেঞ্চুরি করলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘হিরো’ সাজা বাইকচালকদের সতর্কবার্তা, রোহিতের বার্তা হাতিয়ার রাজ্য পুলিশের]

 

আর এই সেঞ্চুরির সৌজন্যে তুষার এক অভিনব নজির গড়লেন। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ঝুলিতে এল সেঞ্চুরি। ফলে রনজি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস গড়লেন ২৮ বছরের মুম্বইকর। ভাঙলেন তামিলনাড়ুর বিদ্যুৎ শিবরামকৃষ্ণণের ২৩ বছর আগের রেকর্ড। ২০০১ সালে দিল্লির বিরুদ্ধে রনজি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে সেই নজির গড়েছিলেন বিদ্যুৎ। প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২২ বলে ১১৫ রান করে আউট হন। বরোদার বিরুদ্ধে তুষার দেশপান্ডে ১২৩ রান করে পিছনে ফেলে দিলেন বিদ্যুৎকে।

 

এদিকে তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথম বার ১০ ও ১১ নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন। ফলে মুম্বই দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রান করেছে। এবং প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে বরোদাকে জয়ের জন্য ৬০৬ রানের টার্গেট দিয়েছে মুম্বই। রনজি ট্রফি তথা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার কোনও দলের ১০ ও ১১ নম্বরে নামা ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন। এ ছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার। ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স বনাম সারের বিরুদ্ধে চাঁদু সারওয়াটে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অপরাজিত ছিলেন। সেই ইনিংসেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুটে বন্দ্যোপাধ্যায় ১২১ রান করেছিলেন।

[আরও পড়ুন: বিশ্বকাপের পর বুকে জড়িয়ে ধরেছিলেন, অস্ত্রোপচারের পর শামিকে কী বার্তা দিলেন মোদি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথম বার ১০ ও ১১ নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন। ফলে মুম্বই দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রান করেছে।
  • রনজি ট্রফি তথা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার কোনও দলের ১০ ও ১১ নম্বরে নামা ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন।
  • এ ছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার। ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স বনাম সারের বিরুদ্ধে চাঁদু সারওয়াটে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অপরাজিত ছিলেন। সেই ইনিংসেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুটে বন্দ্যোপাধ্যায় ১২১ রান করেছিলেন।
  • Advertisement