Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy 2023-24

বিস্ফোরক ইনিংসে ভিভ রিচার্ডসকে ছুঁলেন রাজস্থান রয়্যালসের তরুণ! কে তিনি?

রনজি ট্রফির মঞ্চ নতুন তারকার উদয়।

Ranji Trophy 2023-24: Riyan Parag smashes 56 ball century, equals Sir Viv Richards feat। Sangbad Pratidin

ইংল্যান্ডের বিরুদ্ধে ভিভ রিচার্ডসের সেই বিস্ফোরক ইনিংস। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 8, 2024 3:47 pm
  • Updated:January 8, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের (Rishabh Pant) রেকর্ড বরাত জোরে বেঁচে গেল। তবে স্যর ভিভিয়ান রিচার্ডস (Sir Viv Richards) নিজের রেকর্ডকে অক্ষত রাখতে পারলেন না। সৌজন্যে রিয়ান পরাগের (Riyan Parag) বিস্ফোরক শতরানের ইনিংস। অসমের (Assam) অধিনায়ক হলেও, ভারতীয় ক্রিকেটে পরিচিত রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) খেলার জন্য। আইপিএলের (IPL) মঞ্চে রাজস্থানের এই তরুণ ব্যর্থ হলেই, তাঁকে সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল হতে হয়েছে। তবে এবার রনজি ট্রফির (Ranji Trophy 2023-24) মঞ্চে ব্যাটে জবাব দিয়ে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন ২২ বছরের রিয়ান।

৪০ বছর আগে ৫৬ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন ভিভ রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি সেই অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৩২ বলে ২৬ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ককে আটকে রাখা যায়নি। মাত্র ৫৮ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি। রিচার্ডস সেই অপরাজিত ইনিংসে ৫৬ বলে শতরান সেরেছিলেন। এবার ৫৬ বলে শতরান করে ভিভ-কে ছুঁলেন রিয়ান।

Advertisement

[আরও পড়ুন: কোথায় গেলেন ‘অবসাদগ্রস্ত’ ঈশান? BCCI চুপ কেন? প্রশ্ন প্রাক্তন ওপেনারের]

 

Riyan Parag
ঝড় তুলে রনজি ট্রফিতে নজির গড়লেন রিয়ান পরাগ। ছবি: এক্স হ্যান্ডেল

একইসঙ্গে এই ইনিংসের সুবাদে রিয়ান রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির গড়লেন। এর আগে ২০১৬ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে শতরান করেছিলেন দিল্লির ঋষভ। শেষ পর্যন্ত সেই ম্যাচে ৬৭ বলে ১৩৫ রানে থেমেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার-ব্যাটার। মেরেছিলেন ৮টি চার ও ১৩টি ছক্কা। সেটাই রনজি ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান। ঋষভের সেই রেকর্ড অধরাই থেকে গিয়েছে।

এদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে রিয়ান হলেন চতুর্থ ব্যাটার, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির গড়লেন। এই তালিকার শীর্ষে রয়েছেন শক্তি সিং (৪৫ বলে শতরান), ঋষভ (৪৮ বলে শতরান), ইউসুফ পাঠান (৫১ বলে শতরান), রিয়ান (৫৬ বলে শতরান)।

ছত্তিশগড় আগে ব্যাট করে তুলেছিল ৩২৭। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে শেষ হয়ে যায় অসমের প্রথম ইনিংস। অধিনায়ক রিয়ান মাত্র ৮ রানে আউট হন। কিন্তু ফলোঅন করতে নামার পরই বিধ্বংসী ব্যাটিং করেন রিয়ান। মাত্র ৮৭ বলে করেন ১৫৫ রান। মেরেছেন ১১টি চার ও ১২টি ছক্কা। স্ট্রাইক রেট ১৭৮.১৬। যদিও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে অসম ২৫৪ রানে অলআউট হওয়ার জন্য, ছত্তিশগড়ের টার্গেট দাঁড়ায় ৮৭। সেই রান চেজ করে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ছত্তিশগড়। তবে যাই হোক, দল হারলেও ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন রিয়ান।

[আরও পড়ুন: বড় ধাক্কা খেল রোহিতের টিম ইন্ডিয়া, স্টোকসদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই তারকা পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement