Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

ছন্নছাড়া বোলিংয়ের সঙ্গে ক্যাচ ফেলে দেওয়ার বহর! মুম্বইয়ের ‘বাজবল’ ছকে ব্যাকফুটে বাংলা

ঈশান পোড়েলের খারাপ ফর্ম নিয়ে চিন্তায় বাংলা টিম ম্যানেজমেন্ট।

Ranji Trophy 2023-24: Mumbai posts 330/6 against Bengal at Eden Gardens in the day 1। Sangbad Pratidin

মনোজ-লক্ষ্মীর বাংলার উপর চাপ বাড়ছে। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 2, 2024 5:20 pm
  • Updated:February 2, 2024 5:20 pm

মুম্বই, প্রথম ইনিংস: ৩৩০/৬ (শিবম দুবে ৭২, সূর্যাংশ ৭১, তানুশ ৫৫*, অথর্ব ৪১*, পৃথ্বী ৩৫, সূর্য ৩/৯৫)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৭ রানে ৪ উইকেট থেকে দিনের শেষে ৭৫ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান! রান রেট ৪.৪০! বাগে পেয়েও মুম্বইকে (Mumbai) চাপে রাখতে একেবারে ব্যর্থ হল বাংলা (Bengal)। কারণ? ছন্নাছাড়া বোলিং। সঙ্গে যোগ হয়েছিল খারাপ ফিল্ডিং ও ক্যাচ ফেলে দেওয়ার বহর। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) চোটের জন্য খেললেন না। পৃথ্বী শ (Prithvi Shaw) তাঁর কামব্যাক ম্যাচে আগ্রাসী মেজাজে শুরু করলেও, বড় রান তুলতে ব্যর্থ হন। তবুও চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) দিনের শেষে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল সুযোগ নিতে ব্যর্থ।

Advertisement

সেই সুযোগকে কাজে লাগিয়েই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলাকে ব্যাকফুটে ঠেলে দিল মুম্বই। সৌজন্যে শিবম দুবের (Shivam Dube) সঙ্গে লোয়ার অর্ডারে বাকি ব্যাটারদের ‘বাজবল’ ছকে ব্যাটিং। ফলে মন্দ আলোর জন্য প্রথম দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৩০ রান তুলে নিল ৪১বারের রনজি ট্রফি জয়ী দল।

[আরও পড়ুন: শেহওয়াগের মতো মারকুটে মেজাজে শতরান! যশস্বীর উত্থানের অজানা গল্প শোনালেন ছোটবেলার কোচ]

Shivam Dube
মারমুখী মেজাজে অর্ধ শতরান। ব্যাট দেখাচ্ছেন শিবম দুবে। ছবি: পিটিআই

মুম্বইয়ের দাপট দেখানোর জন্য অবশ্য অনেকটাই দায়ী ঈশান পোড়েল (Ishan Porel)। দিনের শুরু থেকেই রান দিচ্ছিলেন। গত ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে দলে ফিরে খুব একটা নজর কাড়তে পারলেন না। সারা দিনে ১৭ ওভার বল করে দিলেন ৭৪ রান। একটি উইকেট নিলেও সহজ ক্যাচ ফেললেন মিড অনে। স্বভাবতই কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla), অধিনায়ক মনোজের চিন্তার কারণ হয়ে উঠছেন তিনি।

সকালের দিকে মেঘলা আবহাওয়া। টসেও জিতলেন মনোজ। স্বভাবতই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গ অধিনায়ক। সূর্য সিন্ধু জসওয়ালের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। তবে চাপের মুখে চুপসে না গিয়ে পালটা মার দিতে শুরু করেন মুম্বই অধিনায়ক শিবম দুবে। তাঁকে সঙ্গত দেন সূর্যাংশ। সেই সময় বাংলা টিম ম্যানেজমেন্ট আগ্রাসী মেজাজে বোলিং করার বদলে নেতিবাচক মানসিকতা বজায় রেখে চলেছিল। খারাপ বোলিংয়ের সঙ্গে সূর্যাংশের ক্যাচও ফেলে দেন ঈশান পোড়েল। সেই সুবাদে মারমুখী মেজাজে পঞ্চম উইকেটে মাত্র ১৪২ বলে ১৪৪ রান যোগ করেন দুজন। সেই সময় ৭৩ বলে ৭২ রানে ফিরে যান শিবম। ৯৮.৬৩ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন ১২টি চার ও ১টি ছক্কা। সূর্যাংশের ব্যাট থেকে এসেছিল ৭৬ বলে ৭১ রান। ৯৩.৪২ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর ব্যাট থেকে এসেছিল ১২টি চার। তাঁদের সুবাদেই ম্যাচ থেকে পিছিয়ে গিয়েছিল বাংলা।

এর পর বাংলাকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার বাকি কাজ সারলেন তানুশ ও অথর্ব। সপ্তম উইকেটে তাঁদের অবিচ্ছেদ্য ৯৯ রানের পার্টনারশিপের জন্যই দিনের শেষে ৬ উইকেটে ৩৩০ রান তুলে দিয়েছে মুম্বই। তানুশ ৭৩ বলে ৫৫ ও অথর্ব ৭৮ বলে ৪১ রানে অপরাজিত রয়েছেন।

যদিও এত খারাপ পারফরম্যান্সের পরেও দিনের সেরা বোলার সূর্য। তিনি ২৬ ওভারে ৯৫ রান দিয়ে নেন তিন উইকেট। মুম্বইকে চাপে ফেলেছিলেন তিনিই। কিন্তু ছন্নছাড়া বোলিংয়ের সঙ্গে ক্যাচ ফেলে দেওয়ার জন্য ব্যকফুটে চলে গেল বাংলা। এমন পরিস্থিতি থেকে কি আদৌ বঙ্গ ব্রিগেডের পক্ষে ম্যাচে ফিরে আসা সম্ভব হবে?

[আরও পড়ুন: পরপর ব্যর্থতা, রোহিতের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement