Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

অনুষ্টুপ-অভিষেকের ব্যাটে লড়াইয়ে ফিরল বাংলা, বড় রানের লিড পাবে?

বঙ্গ ব্যাটারদের পুরনো রোগ আর সারছে না।

Ranji Trophy 2023-24: Bengal reach 206/4 on Day 1 against Chhattisgarh after Anustup Majumdar unbeaten half century। Sangbad Pratidin

দিনের শেষে বাংলার মান বাঁচালেন অনুষ্টুপ-অভিষেক। ছবি: সিএবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 19, 2024 5:38 pm
  • Updated:January 19, 2024 5:40 pm  

বাংলা, প্রথম ইনিংস: ২০৬/৪ (অনুষ্টুপ ৫৫*, অভিষেক ৪৭*, সুদীপ ৪৯, জীবেশ ১/২৫, বাসুদেব ১/৩৭)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের পর এবার ঘরের মাঠেও খারাপ ব্যাটিংয়ের রোগ আর সারল না। ছত্তিশগড়ের (Chhattisgarh) মতো দুর্বল বিপক্ষের বিরুদ্ধে চেনা ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে দুই ওপেনার ব্যর্থ হলেন। একইসঙ্গে বড় রান করতে পারলেন না মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও সুদীপ ঘরামি (Sudip Gharami)। যদিও রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) প্রথম দিনের শেষে আরও একবার বঙ্গ ব্রিগেডের ত্রাতা অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। তাঁর সঙ্গে ক্রিজে লড়ছেন অভিষেক পোড়েল (Abishek Porel)। মন্দ আলোর জন্য খেলা বন্ধ হলেও, এই দুজনের উপরেই এখন বড় রানের লিড নির্ভর করছে।

Advertisement

এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান ছত্তিশগড়ের অধিনায়ক অমনদীপ খারে। সবুজ পিচে নেমেই খেই হারান গত ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৯৬ রান করা সৌরভ পাল। বাংলার রান যখন ২০, তখন ব্যক্তিগত ১২ রানে ফিরে যান সৌরভ। আর এক ওপেনার শ্রেয়াংশ ঘোষও বড় রান পাননি। তিনি ১১১ বলে খেলেও ২২ রানে আউট হন! শ্রেয়াংশ সাজঘরে যাওয়ার সময় বাংলার রান ছিল ৭১। 

[আরও পড়ুন: আইপিএলের আগে নাইট শিবিরে হইচই, শ্রীলঙ্কা জাতীয় দলে যোগ দিলেন বোলিং কোচ]

Anustup Majumdar
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪তম অর্ধ শতরান। ব্যাট দেখাচ্ছেন অনুষ্টুপ। ছবি: সিএবি

পিচে ঘাস থাকলেও, বিপক্ষের বোলারদের মধ্যে তেমন আগুন ঝরানো আগুনে বোলিং দেখা যায়নি। তবুও মনোজ বড় রান করতে পারলেন না। রবি কিরণ তাঁকে বোল্ড কর দেন। কেরিয়ারের শেষ রনজি ট্রফি খেলতে নামা বঙ্গ অধিনায়কের পারফরম্যান্স আহামরি নয়। এর আগে গত দুই ম্যাচের দুই ইনিংসে তাঁর রান ৩২, ৩। তিন নম্বরে নেমে সুদীপ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৪৯ রানে ফিরে যান। ফলে ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে একটা সময় ব্যাপক চাপে পড়ে যায় বাংলা।

তবে চাপের মুখে ফের একবার জ্বলে ওঠেন বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ। পয়া ইডেনে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করলেন রুকু। ৯৪ বলে ৫৫ রানে ক্রিজে রয়েছেন বহু যুদ্ধের নায়ক। তাঁর এই ইনিংসে রয়েছে আটটি চার। অনুষ্টুপের সঙ্গে লড়াই করছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক। ৭৫ বলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। দুজন পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করে বাংলার বড় রান গড়ার আশা বাঁচিয়ে রেখেছেন। 

ছত্তিশগড়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবি কিরণ, সৌরভ মজুমদার, জীবেশ বুট্টে এবং বাসুদেব বারেথ। দ্বিতীয় দিনের শুরুতেই বিপক্ষ দল দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে ঘরের মাঠ থেকে ছয় পয়েন্ট তুলে নেওয়ার জন্য এখন অনুষ্টুপ ও অভিষেকের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে বঙ্গ শিবির।

[আরও পড়ুন: ভারতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হচ্ছে ঈশানের, কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement