Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

অনুষ্টুপের লড়াকু শতরানের পরেও আইসিইউ-তে বাংলার ব্যাটিং! জয়ের খোঁজে মুম্বই

হোম ম্যাচেও ব্যাটিং বিপর্যয় বাংলার।

Ranji Trophy 2023-24: Anustup Majumdar century the lone ranger for Bengal against Mumbai in Ranji Trophy। Sangbad Pratidin

শতরানকারী অনুষ্টুপ ফের বুঝিয়ে দিলেন তিনিই বাংলার 'ক্রাইসিস ম্যান'। ছবি: সায়ন্তন ঘোষ

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 3, 2024 6:27 pm
  • Updated:February 3, 2024 6:27 pm  

মুম্বই, প্রথম ইনিংস: ৪১২ (শিবম দুবে ৭২, সূর্যাংশ ৭১, তানুশ ৬৭, অথর্ব ৪৬, রয়স্টন ৪৬, সূর্য ৬/১২৪)
বাংলা, প্রথম ইনিংস: ১৯৯ (অনুষ্টুপ ১০৮*, মনোজ ৩৬, মোহিত ৩/৬৮, শিবম দুবে ২/৩৮)
মুম্বই ২১৩ রানে এগিয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বড় কথা বলে লাভ নেই। মুখ বন্ধ রেখে পারফর্ম করতে হয়। দলের বাকি সতীর্থদের চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। তবে এতে লাভ হল কোথায়! দেখতে দেখতে চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) সেরে ফেললেন তৃতীয় শতরান। একইসঙ্গে লড়াকু অনুষ্টুপ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম শতরানের মুখ দেখলেন। তবুও বঙ্গ শিবিরে শুধুই অন্ধকার। ফলে ঘরের মাঠে লজ্জার ফলো অন হজম করার মুখে বাংলা (Bengal)।

Advertisement

একটি ছোট্ট পরিসংখ্যান সেটা স্পষ্ট করে দেয়। জঘন্য বোলিংয়ের পর এবার ইডেন গার্ডেন্সে ব্যাটিং ব্যর্থতা। মাত্র ১৯৯ রানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। সেখানে অনুষ্টুপ ‘একাই একশ’ মেজাজে ১০৮ রানে অপরাজিত রইলেন। বাকিদের সম্মিলিত অবদান ৮৭ রান! ৪ রান এক্সট্রা থেকে। এরমধ্যে আবার মনোজ তিওয়ারির (Manoj Tiwary) ব্যাট থেকে এসেছিল ৩৬। এর আগে মুম্বইয়ের (Mumbai) ইনিংস ৪১২ রানে শেষ হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনের শেষে মুম্বই ২১৩ রানে এগিয়ে রয়েছে। স্কোরবোর্ড দেখেই স্পষ্ট যে বাংলা এই ম্যাচে ব্যাকফুটে রয়েছে।

[আরও পড়ুন: ‘কেন টার্নিং পিচে খেলবে ভারত?’, বুমরাহর আগুনে বোলিং দেখেই ক্ষোভে ফুঁসছেন সৌরভ]

Anustup Majumdar
সতীর্থদের দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন ‘ক্রাইসিস ম্যান’। ছবি: সায়ন্তন ঘোষ।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বাংলার বোলারদের রোগ সারেনি। খারাপ লাইন-লেন্থ বজায় রেখেই মুম্বইয়ের স্কোরবোর্ডকে সচল রাখছিলেন ঈশান পোড়েল ও সূর্য সিন্ধু জসওয়ালরা। যদিও সূর্য ১২৪ রানে ৬ উইকেট নেন। তবে ঈশানের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার নয়। ২১ ওভারে ৯১ রান দিয়ে নিলেন মাত্র একটি উইকেট। গত কয়েকটি ম্যাচে আগুনে বোলিং করেছিলেন মহম্মদ কাইফ। তিনিও এবার নিজেকে মেলে ধরতে পারলেন না। ফলে মুম্বইয়ের লোয়ার অর্ডার ব্যাটাররা অনায়াসে রান তুলে দেন।

জঘন্য বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ বঙ্গ ব্রিগেড। ওপেনার সৌরভ পাল শূন্য রানে আউট হয়ে যান। অন্য ওপেনার শ্রেয়াংশ ঘোষ রান আউট হয়ে যান ৫ রানে। তিন নম্বরে নেমে সুদীপ ঘরামি ৬ রানে বোল্ড হন। মাত্র ১১ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর কিছুটা হাল ধরার চেষ্টা করেন অনুষ্টুপ ও মনোজ। দুজন চতুর্থ উইকেটে যোগ করেন ৭৮ রান। কিন্তু শিবম দুবের বলে মনোজ ফিরতেই বাকিরা একে একে আউট হতে থাকেন।

যদিও অনুষ্টুপকে আটকে রাখা যায়নি। বাকিরা অসহায় আত্মসমর্পণ করলেও, রুকু সারাদিন ব্যাট করলেন। ১২৭ বলে ১০৮ রানে ক্রিজে রয়েছেন বাংলার ‘ক্রাইসিস ম্যান’। ৮৫.০৪ স্ট্রাইক রেট বজায় রেখে লড়াকু ইনিংসে রয়েছে ১২টি চার ও ৩টি ছক্কা। তবুও লজ্জার হার এড়ানো যাচ্ছে না।

[আরও পড়ুন: কোন অবাক কাণ্ড ঘটিয়ে সবার মুখে হাসি ফোটালেন রোহিত? দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement