Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy 2023-24

ব্যর্থ বোলিং, রিকি ভুঁইয়ের শতরানের দাপটে ব্যাপক চাপে লক্ষ্মী-মনোজের বাংলা

তিন পয়েন্ট নিতে পারবে বঙ্গ ব্রিগেড?

Ranji Trophy 2023-24: After Ricky Bhui unbeaten century, Andhra Pradesh trail by 70 runs against Bengal on Day 3 in Ranji Trophy। Sangbad Pratidin

বাংলার উপর চাপ বাড়ছে। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 7, 2024 6:30 pm
  • Updated:January 7, 2024 6:31 pm  

বাংলা, প্রথম ইনিংস: ৪০৯ (অনুষ্টুপ ১২৫, সৌরভ ৯৬, অভিষেক ৭০, মনোজ ৩২, ললিত মোহন ৪/১৩৪, শশীকান্ত ২/৫৯)
অন্ধ্রপ্রদেশ, প্রথম ইনিংস: ৩৩৯/৬ (রিকি ভুঁই ১০৭*, শোয়েব মহম্মদ ৩১*, হনুমা বিহারি ৫১, প্রশান্ত ৪১, আকশ ২/৮১, কাইফ ২/৩৭)
বাংলা ৭০ রানে এগিয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনের শেষবেলায় বিপক্ষ ১১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল। ২৯০ রানে এগিয়ে থাকার সুবাদে রনজি ট্রফিতে (Ranji Trophy 2023-24) নিজেদের প্রথম ম্যাচে সরাসরি জয়ের স্বপ্ন দেখছিল বাংলা (Bengal)। কিন্তু কোথায় কি! তৃতীয় দিন মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দলের বোলাররা নিতে পারলেন মাত্র তিন উইকেট! এর সঙ্গে যোগ হল রিকি ভুঁইয়ের (Ricky Bhui) অপরাজিত শতরান।

Advertisement

দিনের খেলার শেষে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলেছে। ফলে বাংলার লিড মাত্র ৭০ রানে। তাই এমন প্রেক্ষাপটে সরাসরি জয় তো অনেক দূরের কথা, লক্ষ্মী রতন শুক্লার ছেলেরা (Laxmi Ratan Shukla) আদৌ তিন পয়েন্ট আদায় করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

[আরও পড়ুন: বিরাট-রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে? সৌরভের বড় মন্তব্য]

Ricky Bhui
বাংলার বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শতরানকারী রিকি ভুঁই। ফাইল চিত্র

১১৯ রানে ৩ উইকেট, এই স্কোর নিয়ে ক্রিজে নেমেছিল অন্ধ্রপ্রদেশ। এর পর তৃতীয় দিন মাত্র তিন উইকেটে হারিয়ে আরও ২২০ রান যোগ করেছে বাংলার বিপক্ষ। আকাশ দীপ (২/৮১) ও মহম্মদ কাইফ (২/৩৭) ছাড়া আর কেউই দাগ কাটতে পারেননি। ফলে ম্যাচের শেষ দিন বাংলার বোলাররা অন্ধ্রপ্রদেশের উপর চাপ বাড়াতে না পারলে, বাংলার পক্ষে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়া বেশ কঠিন হবে।

এদিন বাংলার চাপ বাড়িয়ে দেন বিপক্ষের রিকি ভুঁই। ২৪৩ বলে ১০৭ রানে অপরাজিত রয়েছেন এই উইকেটকিপার। তাঁর এই লড়াকু ইনিংসে রয়েছে ১২টি শতরান ও ১টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত করেছিলেন অধিনায়ক হনুমা বিহারি (Hanuma Vihari)। ১৩৩ বলে ৫১ রানে আউট হন তিনি। তাঁকে ফিরিয়েছিলেন আকাশ দীপ। এর পর ষষ্ঠ উইকেটে রিকির সঙ্গে ৭১ রানের জুটি গড়েন নীতীশ কুমার রেড্ডী (৩০)। দিনের শেষে ক্রিজে রয়েছেন রিকি এবং শোয়েব মহম্মদ খান। সপ্তম উইকেটে ৬১ রানের জুটি গড়ে বাংলার চাপ বাড়িয়ে দিয়েছেন দুই ব্যাটার। এমন প্রেক্ষাপটে ৭০ রানে এগিয়ে থাকা বাংলা, বিপক্ষের চার উইকেট ফেলে দিতে পারলে ভালো, সেটা না হলে বাংলার তিন পয়েন্ট খুইয়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: ‘দুরন্ত দ্বিশতরানই পূজারাকে লড়াইয়ে রসদ দেবে’, একান্ত সাক্ষাৎকারে বললেন কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement