Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

জঘন্য বোলিং, রিকির ১৭৫ রানের দাপটে রনজির শুরুতেই লিড নিতে ব্যর্থ বাংলা

সমস্যা কাটিয়ে কামব্যাক করতে পারবে বঙ্গ ব্রিগেড?

Ranji Trophy 2023-24: After Ricky Bhui heroic 175, Andhra Pradesh take first innings lead after draw against Bengal in Ranji Trophy। Sangbad Pratidin

রনজি অভিযানের প্রথম ম্যাচেই হতাশ বঙ্গ শিবির। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 8, 2024 5:18 pm
  • Updated:January 8, 2024 5:22 pm  

বাংলা, প্রথম ইনিংস: ৪০৯ (অনুষ্টুপ ১২৫, সৌরভ ৯৬, অভিষেক ৭০, মনোজ ৩২, ললিত মোহন ৪/১৩৪, শশীকান্ত ২/৫৯)
অন্ধ্রপ্রদেশ, প্রথম ইনিংস: ৪৪৫ (রিকি ভুঁই ১৭৫, শোয়েব মহম্মদ ৫৬, হনুমা বিহারি ৫১, প্রশান্ত ৪১, কাইফ ৩/৬২, করণ লাল ২/৪৭, আকাশ ২/৯৫)
বাংলা, দ্বিতীয় ইনিংস: ৮২/১ (সৌরভ ৩০, শ্রেয়াংস ২৯*, সুদীপ ৭)
৩ পয়েন্ট পেল অন্ধ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। শেষ পর্যন্ত বাংলার (Bengal) প্রথম ইনিংসে লিড নেওয়ার মাঝে রুখে দাঁড়ালেন রিকি ভুঁই (Ricky Bhui)। প্রবল চাপের মুখে তাঁর লড়াকু ১৭৫ রানের জন্যই রনজি ট্রফি (Ranji Trophy 2023-24) অভিযানের শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলা। ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হনুমা বিহারির (Hanuma Vihari) অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। সেখানে রনজি জয়ের স্বপ্ন দেখা মনোজ তিওয়ারি (Manoj Tiwary) তাঁর দলের ঝুলিতে এল মাত্র এক পয়েন্ট। কারণ বোলারদের খারাপ পারফরম্যান্সের জন্য যে বঙ্গ ব্রিগেড লিড নিতে ব্যর্থ হল।

Advertisement

চতুর্থ দিন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাচের ফলাফল জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিন ৬ উইকেটে ৩৩৯ রানে ব্যাট করতে নামে অন্ধ্রপ্রদেশ। ১০৭ রানে অপরাজিত থাকা রিকি-র সঙ্গে ক্রিজে ছিলেন শোয়েব মহম্মদ। সপ্তম উইকেটে ১৩৩ রানের জুটি গড়ে বঙ্গ ব্রিগেডের চোখের সামনে দিয়ে তিন পয়েন্ট নিয়ে চলে যান রিকি ও শোয়েব। ৪১১ রানের ৭ উইকেট হারায় অন্ধ্র। দলকে সুরক্ষিত রেখে সেই সময় ব্যক্তিগত ৫৬ রানে ফিরে যান শোয়েব।

[আরও পড়ুন: বিস্ফোরক ইনিংসে ভিভ রিচার্ডসকে ছুঁলেন রাজস্থান রয়্যালসের তরুণ! কে তিনি?]

Ricky Bhui
শতরানের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন রিকি ভুঁই। ফাইল চিত্র

তবে শেষ পর্যন্ত ক্রিজে থাকেন অন্ধ্রর উইকেটকিপার রিকি। ৩৪৭ বলে ১৭৫ রানের দুরন্ত ইনিংস। মাত্র ৫০.৪৩ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই লড়াকু ইনিংসে ছিল ২৩টি চার ও ১টি ছক্কা। ৪৪৫ রানে অলআউট হলেও, ৩৬ রানে এগিয়ে ছিল অন্ধ্র। আর সেখানেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল।

এর পর ম্যাচের আর কিছুই বাকি ছিল না। দিনের বাকিটা সময় ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছিল বাংলা। প্রথম ইনিংসে ৯৬ রান করেছিলেন অভিষেক ঘটানো সৌরভ পাল। তিনি এবার ৩০ রানে ফিরে যান। শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকেন শ্রেয়াংস ঘোষ (২৯*) ও সুদীপ ঘরামি (৭*)। আগামী ১২-১৫ জানুয়ারি পরবর্তী অ্যাওয়ে ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে বাংলা।

রনজি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচগুলোর সূচি

উত্তরপ্রদেশ বনাম বাংলা, ১২-১৫ জানুয়ারি, কানপুর

বাংলা বনাম ছত্তিশগড়, ১৯-২২ জানুয়ারি, কলকাতা

অসম বনাম বাংলা, ২৬-২৯ জানুয়ারি, গুয়াহাটি

বাংলা বনাম মুম্বই, ০২-০৫ ফেব্রুয়ারি, কলকাতা

কেরল বনাম বাংলা, ০৯-১২ ফেব্রুয়ারি, থুম্বা

বাংলা বনাম বিহার, ১৬-১৯ ফেব্রুয়ারি, কলকাতা

[আরও পড়ুন: কোথায় গেলেন ‘অবসাদগ্রস্ত’ ঈশান? BCCI চুপ কেন? প্রশ্ন প্রাক্তন ওপেনারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement