Advertisement
Advertisement

Breaking News

Ramiz Raja

এশিয়া কাপে পাকিস্তানের হারে ক্ষুব্ধ রামিজ, কেড়ে নিলেন ভারতীয় সাংবাদিকের মোবাইল

রামিজের আচরণের তীব্র নিন্দা নেটদুনিয়ায়।

Ramiz Raja misbehaved with Indian journalist, tried to snatch mobile | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2022 5:23 pm
  • Updated:September 12, 2022 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার মানে পাকিস্তান। দেশের হারে মেজাজ হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে। কথা কাটাকাটি তো হলই, মেজাজ হারিয়ে রামিজ সেই সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন। যার পরে সেই সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা পোস্ট করে জানতে চাইলেন, তিনি কি খুব ভুল কিছু বলেছিলেন? রামিজের এই ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সব মিলিয়ে ভারতীয় (Indian Journalist) ক্রিকেটমহলে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। 

দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। খেলা শেষ হওয়ার পরে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। সেখানেই এক ভারতীয় সাংবাদিক রামিজকে জিজ্ঞাসা করেন, ম্যাচ হেরে যাওয়ার ফলে পাকিস্তানি সমর্থকরা খুবই ভেঙে পড়েছেন। তাঁদের জন্য কী বার্তা দেবেন আপনি? প্রশ্ন শুনেই রেগে যান রামিজ। ওই সাংবাদিককে উত্তর দেওয়া তো দূর অস্ত, বরং পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে রামিজ বলেন, “আপনি নিশ্চয়ই ভারতীয়?”

Advertisement

[আরও পড়ুন: বিরাটের সঙ্গে হ্যান্ডশেক করেই ফর্ম হারিয়েছেন বাবর আজম! জোর চর্চা নেটদুনিয়ায়]

সেখানেই না থেমে রামিজ বলেন, “আমাদের হারে তো আপনারা নিশ্চয়ই খুব খুশি হয়েছেন।” ভারতীয় সাংবাদিক জানান যে বেশ কিছু পাকিস্তানি সমর্থকদের কাঁদতে দেখেছেন তিনি। সেই কথা প্রসঙ্গে সাংবাদিক বলেন, “আমি কি কিছু ভুল বলছি রামিজ ভাই?” এই প্রশ্নে আরও রেগে গিয়ে রামিজ উত্তর দেন, “আপনি সব মানুষকে একই গোত্রে ফেলছেন।” ওই সাংবাদিক মোবাইলে গোটা কথোপকথন রেকর্ড করছিলেন। সাংবাদিকের হাতের মোবাইল ক্যামেরাটি রামিজের দিকেই তাক করা ছিল। পিসিবি চেয়ারম্যান ক্যামেরাটি কেড়ে আবার সাংবাদিককেই তা ফিরিয়ে দেন।  

প্রাক্তন পাক ক্রিকেটারের এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে নেটদুনিয়া। অনেকেই মনে করছেন, ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ততার জের খেলার মধ্যে টেনে আনার দরকার ছিল না। পাকিস্তান ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে এইভাবে মেজাজ হারানোটাও রামিজের উচিত হয়নি বলেই মনে করছেন নেটিজেনরা। তবে গোটা ঘটনায় রামিজ রাজার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ইডেনে লেজেন্ডস লিগের ম্যাচ নিয়ে আজ জরুরি বৈঠক সিএবি-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement