Advertisement
Advertisement
Ram Mandir Inauguration

‘বাকিরা কী করবে জানি না! আমি তো যাবই’, রামমন্দির উদ্বোধন নিয়ে ভাজ্জির বিস্ফোরণ

মনের কথা স্পষ্ট করে দিলেন হরভজন সিং।

Ram Mandir Inauguration: 'Don't care what others do, I'll go': AAP's Harbhajan Singh on Ram Mandir inauguration। Sangbad Pratidin

রাম মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভাজ্জি।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 20, 2024 1:24 pm
  • Updated:January 20, 2024 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) পর রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন হরভজন সিং (Harbhajan Singh)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভাজ্জি আমন্ত্রণ পেলে বিতর্কের কোনও জায়গাই ছিল না।

কিন্তু প্রাক্তন অফ স্পিনার একইসঙ্গে আম আদমি পার্টির (AAP) সাংসদ। আর এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও হরভজন পার্টির নির্দেশ অমান্য করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন তিনি ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন, তাতে অন্য কেউ যাক না না যাক।

Advertisement

[আরও পড়ুন: মোদির এক্সহ্যান্ডেলে বাংলার মেয়ের ‘রামভজন’, শুনে কী বললেন শিল্পী পায়েল কর?]

হরভজন বলেন, “আমাদের সৌভাগ্য যে এই সময়ে এই মন্দির তৈরি হচ্ছে। তাই আমাদের সকলেরই গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত। যে যান বা না যান, আমার ঈশ্বরে বিশ্বাস আছে, আমি অবশ্যই যাব। কোনও দল যায় কিংবা না যায় তাতে কিছু যায় আসে না, আমি অবশ্যই যাব।” কংগ্রেস, আপ-এর মতো একাধিক রাজনৈতিক দল রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। যদিও আপ-এর রাজ্যসভার সাংসদ ভাজ্জি কিন্তু তাঁর ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়েও দেশে রাজনীতি চলছে। আসলে কংগ্রেস এবং আপ-সহ বিরোধী দলগুলির অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যদিও এর পরেই আম আদমি পার্টি সিদ্ধান্ত নিয়েছিল এবং সুন্দর কাণ্ডের আয়োজন করা হবে। দিল্লি ও গুজরাটের পর হরিয়ানায়ও রামমন্দির প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করার চিন্তা করেছে।

[আরও পড়ুন: অযোধ্যা যেতে পারছেন না? কলকাতার সিনেমা হলেই দেখুন রামের প্রাণপ্রতিষ্ঠা, টিকিটে দুরন্ত ছাড়!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement