সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে, এই আশা নিয়েই বৃহস্পতিবার ইডেনে খেলতে নামছে কেকেআর (KKR)। তার আগেই নাইট শিবিরের মনোবল অনেকটা বেড়ে গেল। কারণ, টুর্নামেন্টে নাইটদের অন্যতম ভরসা রিঙ্কু সিংকে (Rinku Singh) ফোন করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। শুভেচ্ছা জানিয়ে কেকেআর তারকাকে তিনি বলেন, এইভাবেই মাথা ঠাণ্ডা করে এগিয়ে যেতে হবে। রিঙ্কুর সঙ্গে দেখাও করতে চেয়েছেন রজনীকান্ত (Rajnikanth)।
বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ খেলতে নামছে কেকেআর। এই ম্যাচে হারলে প্লে অফে যাওয়ার যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই রিঙ্কুকে উৎসাহ দিতে ফোন করেন রজনীকান্ত। এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, “আমার জীবনের নানা কথা জানতে চাইছিলেন রজনী স্যার। সেই সঙ্গে বলেছেন, যেভাবে আমি খেলছি সেটাই যেন চালিয়ে যাই। মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যেতে হবে।” নিজের জীবনের নানা কাহিনির কথা তুলেও রিঙ্কুকে উদবুদ্ধ করেছেন রজনী।
রিঙ্কু নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন দক্ষিণী মহাতারকা। চেন্নাইতে গেলে রিঙ্কুকে অবশ্যই দেখা করতে বলেছেন তিনি। প্রসঙ্গত, আগামী ১৪ মে চেন্নাইতে খেলতে নামবে কেকেআর। চিপক স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে সেই ম্যাচের সময়ে অবশ্য রিঙ্কু-রজনীকান্ত সাক্ষাৎ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। কারণ আসন্ন ছবি লাল সালামের শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি।
প্রসঙ্গত, চলতি আইপিএলের সেরা আবিষ্কারের তালিকায় অন্যতম প্রধান নাম রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরপর পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছিলেন তিনি। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে রিঙ্কুর দিকেই তাকিয়ে কেকেআর সমর্থকরা। এহেন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং বলেছেন, কয়েকদিনের মধ্যেই জাতীয় দলে ডাক পাবেন রিঙ্কু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.