Advertisement
Advertisement
Rajat Patidar

টেস্ট দলে দেরিতে অভিষেক, নির্বাচকদের কটাক্ষ পাটিদারের?

কী বললেন পাটিদার?

Rajat Patidar joked about how waiting for long is common in Indian Cricket । Sangbad Pratidin

রজত পাটিদার। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 3, 2024 3:50 pm
  • Updated:February 3, 2024 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরিশ বছর বয়সে টেস্টে অভিষেক ঘটে রজত পাটিদারের (Rajat Patidar)। অনেক দেরিতে অভিষেক প্রসঙ্গে সেই পাটিদারই রসিকতা করে বলছেন, দীর্ঘ অপেক্ষায় থাকা ভারতীয় ক্রিকেটের খুবই পরিচিত ছবি। 

লিস্ট এ ক্রিকেটে ৫৮টি ম্যাচ খেলেছেন রজত পাটিদার। রান করেছেন ১৯৮৫। সেই পাটিদার বলছেন, দীর্ঘদিন অপেক্ষা করা ভারতীয় ক্রিকেটে খুব সাধারণ ঘটনা। আমার হাতে যে যে জিনিস রয়েছে, আমি সেগুলো নিয়েই ভাবতে চাই। তিরিশ বছর বয়সে আমার অভিষেক ঘটেছে। এই মুহূর্ত আমি উপভোগ করছি।” রজত পাটিদারের এহেন মন্তব্য শোনার পরে অনেকেই মনে করছেন, নির্বাচকদেরই ঘুরিয়ে কটাক্ষ করলেন তিনি।  

Advertisement

[আরও পড়ুন: ‘পূজারা কিন্তু অপেক্ষা করছে!’, ফর্ম হারানো শুভমানকে সতর্ক করলেন রবি শাস্ত্রী]

অভিষেক টেস্টে পাটিদার ৭২ বলে ৩২ রান করেন। তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। অভিষেক টেস্টে আরও বেশি রান করতেই পারতেন তিনি। অনেকেই অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন। রজত পাটিদার সেক্ষেত্রে সেঞ্চুরি করতে ব্যর্থ হন।  স্বপ্নপূরণের মুহূর্ত প্রসঙ্গে পাটিদার বলছেন, ”স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত। কারণ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে সব ক্রিকেটারই। ক্রিজে ব্যাট করতে নামা আমার কাছে চাপ নয়। কারণ আমি আগে অনেক ম্যাচ খেলেছি। বহু ঘরোয়া ম্যাচ খেলেছি এখানে। ফলে এটা আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার।” 

[আরও পড়ুন: শেষ মুহূর্তে মেগা ডার্বির টিকিট বিক্রি নিয়ে চরম বিভ্রান্তি! ক্ষুব্ধ দুই প্রধানের সমর্থকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement