নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) প্রথম চ্যাম্পিয়ন। কিন্তু তার পর থেকে আর কোনওদিন ট্রফি আসেনি পিঙ্ক জার্সিধারীদের ঘরে। ২০০৮ সালের পরে মাত্র একবার মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কিন্তু ২০২২ সালের ফাইনালে তাদের হারতে হয় গুজরাট টাইটান্সের কাছে। ১৫ বছর পরে ফের ট্রফির লড়াইয়ে নামার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে রাজস্থান। ছিটকে গিয়েছেন তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। সেই ধাক্কা সামলে কি ঘুরে দাঁড়াতে পারবে মরুরাজ্যের দলটি?
প্রথমেই নজর রাখা যাক রাজস্থান রয়্যালসের গোটা স্কোয়াডের দিকে: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, কুনাল রাঠোর, দোনোভান ফেরেইরা, রভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, রবিচন্দ্রন অশ্বিন, আবিদ মুস্তাক, আভেশ খান, কুলদীপ সেন, নবদীপ সাইনি, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, নান্দ্রে বার্গার।
শক্তি: রাজস্থানের শক্তি ব্যাটিং। সদ্য়সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী, জুরেলের মতো তরুণ তারকারা। পাশাপাশি রয়েছেন বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার হেটমায়ার, পাওয়েল। অফ ফর্মে থাকলেও যেকোনও দিন বড় রান করে ম্যাচ জেতাতে পারেন বাটলার। বোলারদের মধ্যেও রয়েছেন বোল্ট,চাহালের মতো ক্রিকেটাররা, যাঁরা আইপিএলে বারবার সফল হয়েছেন। বিশ্বকাপে নজর কাড়া দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গারও ভালো পারফর্ম করতে পারেন।
দুর্বলতা: টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের অন্যতম চাবিকাঠি অলরাউন্ডাররা। কিন্তু রাজস্থান শিবিরে কোনও অলরাউন্ডার নেই। একমাত্র অশ্বিনের উপর অলরাউন্ডার হিসাবে ভরসা করা যেতে পারে। মাত্র ২২ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়েছে রাজস্থান। ফলে চোটের কারণে কোনও খেলোয়াড় ছিটকে গেলে সমস্যা বাড়বে। টুর্নামেন্ট শুরুর আগেই প্রসিদ্ধ কৃষ্ণ ছিটকে যাওয়ায় দুর্বল হয়ে গিয়েছে পেস বোলিং বিভাগও।
সম্ভাব্য প্রথম একাদশ:
জস বাটলার
যশস্বী জয়সওয়াল
সঞ্জু স্যামসন (অধিনায়ক)
শিমরন হেটমায়ার
ধ্রুব জুরেল
রিয়ান পরাগ
রবিচন্দ্রন অশ্বিন
ট্রেন্ট বোল্ট
নান্দ্রে বার্গার
যুজবেন্দ্র চাহাল
আভেশ খান
ইম্প্যাক্ট প্লেয়ার: শুভম দুবে বা সন্দীপ শর্মা
এক্স ফ্যাক্টর: যশস্বী জয়সওয়াল। ২০২৩ আইপিএলে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়েছিলেন তরুণ তুর্কি। তার পরে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর থেকে রয়েছেন স্বপ্নের ফর্মে। আইপিএলেও দুরন্ত পারফর্ম করবেন ওপেনিং ব্যাটার, এমনটাই আশা বিশ্লেষকদের। আইপিএলে নজর কেড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও নিজের জায়গা পাকা করে নিতে চাইবেন যশস্বীও।
সম্ভাবনা: চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারের তালিকায় সম্ভবত নেই রাজস্থান রয়্যালসের নাম। গতবার আশা জাগিয়েও প্লে অফে যেতে পারেনি দলটি। তবে এবার হয়তো শেষ চারে উঠতে পারেন যশস্বী জয়সওয়ালরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.