সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আফ্রিকান সাফারি’তে বৃষ্টিই যেন পথের কাঁটা ভারতের।ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। এমনকী টসও সম্ভব হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সেই বৃষ্টি চিন্তায় রাখছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই শিবিরকে।
ডারবানের মতোই এদিন আকাশের মুখ ভার পোর্ট এলিজাবেথ তথা কেবেয়াতে। এমনকী বৃষ্টির আশঙ্কা সিরিজের শেষ টি-টোয়েন্টি যেখানে হবে, সেই জোহানেসবার্গেও। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (World Cup T20), তার আগে প্রস্তুতির জন্য নামমাত্র আন্তর্জাতিক ম্যাচ হাতে পাচ্ছে ভারতীয় দল। বৃষ্টির কারণে সে সুযোগও কমছে। ফলে চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের। পরিস্থিতি যা, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ধরলে মাত্র পাঁচটি ম্যাচ বিশ্বকাপের মহড়ার জন্য পাচ্ছেন সূর্যকুমার যাদবরা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল রিঙ্কুদের ভাগ্য পরীক্ষার মঞ্চ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুরমুশ করে ‘ম্যান্ডেলার দেশে’ পা রেখেছে টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে ভারতের কাছে। রিঙ্কু সিং, মুকেশ কুমার, রবি বিষ্ণোইরা দেশের মাটিতে পরীক্ষিত, বিদেশের বুকে তাঁরা সাফল্য পান কি না সেটাই দেখার। তা পরখ করার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচ হাতে পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে নজর থাকবে ভারতের ওপেনিং জুটির দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন শুভমান গিল। ওপেনিংয়ে দলকে যথেষ্ট ভরসা দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জসওয়াল। গিল ফেরায় এবার ওপেনিংয়ে কে তাঁর সঙ্গী হন, সেটাও দেখার।
এদিকে, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে সোমবার কেবেয়াতে পা রাখল ভারত, দক্ষিণ আফ্রিকা দু’দল। স্থানীয় বিমানবন্দরে দু’দলের ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বেশ কিছু ক্রিকেট অনুরাগী। প্লেয়ারদের শরীরীভাষাই বলে দিচ্ছিল, খোশমেজাজে রয়েছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে অকুতোভয় ক্রিকেট খেলার বার্তা দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। সেই ‘ব্র্যান্ড অফ ক্রিকেট’ তুলে ধরতে চান রিঙ্কুরা।
মঙ্গলবার ম্যাচে ভারতের মতো পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে দক্ষিণ আফ্রিকাও। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে দুই প্রোটিয়া প্লেয়ার নানদ্রে বার্গার ও ওটিনেল বার্টম্যানের। পাশাপাশি ওপেনিংয়ে রেজা হেনড্রিকসের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখ ম্যাথিউ ব্রির্ৎকেকে।
আজ টিভিতে
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
দ্বিতীয় টি-টোয়েন্টি, কেবেয়া
রাত ৮.৩০, স্টার স্পোর্টস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.