Advertisement
Advertisement
India vs South Africa

চিন্তা বৃষ্টির ভ্রুকুটি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পেস ত্রয়ী কারা?

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া।

Rain may play spoilsport as India preparing to face South Africa in first test | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2023 1:15 pm
  • Updated:December 24, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আজ পর্যন্ত কখনও টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। তবে এবার ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) বিশেষজ্ঞরা তো বটেই। প্রাক্তন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররাও একযোগে বলতে শুরু করেছেন যে, এবারই সেই অভিশাপ কাটানোর সেরা সুযোগ নাকি ভারতের সামনে। অথচ বরুণ দেবতার যা ভাবগতিক, তাতে রোহিত শর্মাদের (Rohit Sharma) স্বপ্নপূরণ শেষ পর্যন্ত হলে হয়! কারণ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রথম টেস্টজুড়ে।

সেঞ্চুরিয়ন সুপারস্পোর্ট পার্কের কিউরেটর ব্রায়ান ব্লয়ও বেশ চিন্তিত। শনিবার তিনি বলেছেন, ‘‘ঘাস থাকবে পিচে। তবে টেস্ট জুড়ে ভালোরকম বৃষ্টি রয়েছে। প্রথম দিন যা বৃষ্টি দেখছি, খেলা হবে কি না সন্দেহ! হলে পেসাররা ভালো রকম সাহায‌্য পাবে।’’ সেঞ্চুরিয়নে এই মুহূর্তে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি। কিন্তু আগামী ২৬ ডিসেম্বর টেস্ট শুরুর সময় সেটা কুড়ির আশেপাশে নেমে আসার সম্ভাবনা। সেক্ষেত্রে প্রশ্ন হল, ভারতের পেস কম্বিনেশন কী হবে? জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ কনফার্মড। কিন্তু তাঁদের সঙ্গী কে? তৃতীয় পেসার কে? বাংলার মুকেশ কুমার নাকি বেঙ্গালুরুর প্রসিদ্ধ কৃষ্ণ?

Advertisement

[আরও পড়ুন: সাক্ষী-বজরংদের প্রতিবাদে নড়ল টনক! কুস্তি ফেডারেশনের নতুন কমিটিকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক]

যদি আড়াআড়ি মুভমেন্ট পাওয়া বিচার্য হয়, তা হলে মুকেশের প্রথম একাদশে ঢুকে পড়া উচিত। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ফর্ম‌্যাটে খুব একটা ভালো বোলিং করেননি তিনি। পাশাপাশি এটাও ঠিক, মুকেশ লাল বলে অনেক ভালো বোলিং করেন। প্রসিদ্ধ কৃষ্ণকেও (Prasidh Krishna) একেবারে ভাবনার বাইরে রাখা যাচ্ছে না। কারণ, তাঁর ‘হিট দ‌্য ডেক’ বোলিং কাজে দিতে পারে সেঞ্চুরিয়ন পিচে।

[আরও পড়ুন: আইপিএলের অনেক আগেই ফিট হয়ে উঠবেন হার্দিক! কোন সিরিজে ফিরতে পারেন?]

এদিকে, দক্ষিণ আফ্রিকা নেটে এ দিন নেমে পড়লেন কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি। যাঁরা টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন। তবে তাঁরা খেলবেন কি না, সিদ্ধান্ত হবে আজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement