থ্রি মাস্কেটিয়ার্স। রোহিত ও বিরাটের সঙ্গে রাহুল দ্রাবিড়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে দিয়ে রাহুল দ্রাবিড় প্রাক্তন হয়ে গেলেন দেশের ক্রিকেটমহলে।
তিনি প্রাক্তন হয়তো হতে গেলেন। কিন্তু দেশের ক্রিকেটে কি ভুলে যাবে তাঁকে? ভোলা কি আদৌ সম্ভব রাহুল দ্রাবিড়কে? সকলের অগোচরে থেকে কাজ করে গিয়েছেন মিস্টার ওয়াল। তাঁর দুঃখ-যন্ত্রণা-ব্যর্থতার অনুভূতি প্রকাশ করেননি সর্বসমক্ষে। সেগুলো জমা রেখে দিয়েছিলেন মনের ভিতরে। বিশ্বজয়ের পরে রাহুল দ্রাবিড় আলাদা করে দলনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ”রো, নভেম্বরে তুমি ফোন না করলে, আজকের এই দিনটাই হয়তো দেখতাম না।”
রাহুল দ্রাবিড় অন্তর্মুখী। ট্রফি হাতে তাঁর স্বভাববিরুদ্ধ উদযাপন দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। দ্রাবিড় হয়তো ভিতরে ভিতরে অতৃপ্ত ছিলেন। স্বীকৃতি চাইতেন তিনি। বারবাডোজের মাটিতেই সেই স্বীকৃতি পেলেন রাহুল দ্রাবিড়।
সাজঘরে গোটা দলের সামনে বিদায়ী ভাষণে রাহুল দ্রাবিড় বলেছেন, ”আমি ভাষা হারিয়েছি। তবে এই সাফল্যের পিছনে ছিল অনেক আত্মত্যাগ, পরিশ্রম। আমরা একাধিকবার শেষ ল্যাপে এসে হেরে গিয়েছি। এবার আমরা বিশ্বজয় করলাম। কেরিয়ারে ক’টা উইকেট নিয়েছ, কত রান করেছ, সেগুলো হয়তো ভুলে যাবে কিন্তু এই মুহূর্তটা কোনওদিন ভুলবে না।
রাহুল দ্রাবিড়ের কথা তন্ময় হয়ে তখন শুনছেন দলের বাকিরা। পাশেই বসে রোহিত শর্মা। অনতিদূরে দাঁড়িয়ে বোর্ড সচিব জয় শাহ। আবেগপ্রবণ রাহুল দ্রাবিড় বলেন, ”রো, তোমাকে ধন্যবাদ জানাই। নভেম্বরে ফোন করে আমাকে কাজ চালিয়ে যেতে বলেছিলে। তোমাদের সবার সঙ্গে আমার কাজ করার দারুণ অভিজ্ঞতা। তোমাদের সবাইকে ধন্যবাদ। রো, বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই। সেদিন তুমি ফোন না করলে আজকের দিনটা হয়তো দেখাই হতো না।” নভেম্বরে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে চাকরি ছাড়তে চেয়েছিলেন দ্য ওয়াল। কিন্তু রোহিত শর্মা তাঁকে ব্যক্তিগত ভাবে ফোন করে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। নস্টালজিক দ্রাবিড় বলেন, ”কোচ ও ক্যাপ্টেনের মধ্যে অনেক কথাবার্তা হয়। আলোচনা চলে। কখনও সহমত পোষণ করি, কখনও একমত হই না। প্রত্যেককে আলাদা আলাদা করে চিনতে পেরেছি, এটা ভেবেই বেশ ভালো লাগছে।”
The sacrifices, the commitment, the comeback
️ #TeamIndia Head Coach Rahul Dravid’s emotional dressing room speech in Barbados #T20WorldCup pic.twitter.com/vVUMfTZWbc
— BCCI (@BCCI) July 2, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.