Advertisement
Advertisement
Rahul Dravid

জল্পনাই সত্যি, আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়

টিম ইন্ডিয়ার এক সাপোর্ট স্টাফকেও নিজের সহকারী হিসাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করাচ্ছেন দ্রাবিড়।

Rahul Dravid signs deal with Rajasthan Royals for head coach role

রাহুল দ্রাবিড়।

Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2024 5:41 pm
  • Updated:September 4, 2024 5:41 pm  

আলাপন সাহা: টিম ইন্ডিয়া অতীত। আইপিএল সংসারে প্রত্যাবর্তন হচ্ছে রাহুল দ্রাবিড়ের। ফের রাজস্থান রয়্যালসের কোচের পদে ফিরছেন মিস্টার ডিপেন্ডেবল। সূত্রের খবর, রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন দ্রাবিড়। আগামী মরশুমে সঞ্জু স্যামসনদের হেডস্যরের পদে তিনিই বসবেন।

ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলের হাত ধরেই টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। বিশ্বজয়ের পরই বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। তার পরই রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চায় আইপিএলের একাধিক দল। কিন্তু শেষমেশ রাহুল দ্রাবিড় রাজস্থানের চুক্তিতে সম্মতি দিয়েছেন বলে খবর। রাজস্থান রয়্যালসে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারার ছেড়ে যাওয়া চেয়ারে বসছেন রাহুল দ্রাবিড়। সঙ্গাকারা রাজস্থানের কোচের পদ থাকলেও ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকছেন। কোচের পদে থাকবেন দ্রাবিড়।

Advertisement

[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন

সূত্রের খবর, রাজস্থানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে রাহুলের। ইতিমধ্যেই আগামী মরশুমে কাদের কাদের রিটেইন করা হবে, কাদের কাদের রিলিজ করা হবে, সেসব নিয়ে পরিকল্পনাও করে ফেলেছেন দ্রাবিড়। আরও শোনা যাচ্ছে, তাঁর সাপোর্ট স্টাফে যোগ দেবেন তাঁর সময়ের ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি যোগ দিচ্ছেন সহকারী কোচ হিসাবে। 

[আরও পড়ুন: বিহারে গানের অনুষ্ঠানে মাত্রাছাড়া ভিড়, দর্শক-সহ হুড়মুড়িয়ে ভাঙল ছাদ, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিও]

অতীতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন দ্রাবিড়। শেন ওয়ার্ন অধিনায়কত্ব ছাড়ার পর ওই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরে রাজস্থানের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৫ সালে রাজস্থান তৃতীয় স্থানে আইপিএল শেষ করেছিল। তার পিছনে ছিল রাহুল দ্রাবিড়ের ভূমিকা। এবার ফের রাজস্থান রয়্যালস দলে ফিরতে চলেছেন তিনি। এবার কোচের ভূমিকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement