Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘ছোলে ভাটুরে নয়’, কোন খাবার দেখে রাগ কমেছিল কোহলির? মজার তথ্য ফাঁস করলেন দ্রাবিড়

খাবার দেখে খুশিতে হাততালি দিয়ে ওঠেন কোহলি।

Rahul Dravid reveals about Virat Kohli chole bhature video | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2023 4:07 pm
  • Updated:February 19, 2023 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর কড়া ডায়েট মেনে চলেন। খেলার মাঠে তাঁর ফিটনেস নিয়ে সর্বক্ষণ চর্চা চলে। সেই বিরাট কোহলিই (Virat Kohli) ‘অস্বাস্থ্যকর’ খাবার দেখে খুশিতে একেবারে ডগমগ হয়ে উঠলেন। সেই মূহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের সকলেই একমত, নিশ্চয়ই দিল্লির বিখ্যাত ছোলে ভাটুরে আনা হয়েছে বিরাটের জন্য।

বরাবরের ফিটনেস সচেতন বিরাটের দুর্বলতা রয়েছে ছোলে ভাটুরের প্রতি। একাধিকবার তিনি বলেছেন, সুযোগ পেলেই গরম গরম ছোলে ভাটুরে খেতে খুব ভালবাসেন। কিন্তু ডায়েটের মধ্যে সেভাবে প্রিয় খাবার খেয়ে উঠতে পারেন না। তবে তেলে ভাজা ছোলে কুলচে বা ভাটুরে দেখলে নিজেকে সামলানো বেশ কঠিন হয়, তাও স্বীকার করেছেন কিং কোহলি।

Advertisement

[আরও পড়ুন: ভারতের জয়ের দিন তৈরি হল ইতিহাস, শচীনকে টপকে নয়া রেকর্ড কোহলির]

ঘরের মাঠ দিল্লিতে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে মাঠ ছাড়তে হয় কোহলিকে। স্বভাবতই ক্ষুব্ধ হন তিনি। পরে অবশ্য ড্রেসিংরুমে গিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। সেই সময়েই খাবার নিয়ে ড্রেসিংরুমে ঢোকেন এক ব্যক্তি। দেখেই আনন্দে হাততালি দিয়ে ওঠেন বিরাট। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়।

রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দ্রাবিড়। বিরাটের ছোলে ভাটুরে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। হাসতে হাসতে ভারতীয় দলের কোচ বলেন, “না ওটা ছোলে ভাটুরে নয়, ছোলে কুলচে।” এরপরেই মজার ঘটনা জানান তিনি। “বিরাট আমাকে খুব লোভ দেখাচ্ছিল এই খাবার নিয়ে। তবে আমার তো ৫০ বছর বয়স হয়েছে। এই খেলে কোলেস্টেরলের সমস্যা বাড়বে, সামলাতে পারব না।” প্রসঙ্গত, কিছুদিন আগেই হৃদরোগের সমস্যায় ভুগেছেন দ্রাবিড়।

[আরও পড়ুন: দিল্লি টেস্টে ব্যর্থতার পরেই দল থেকে বাদ পড়তে পারেন রাহুল, নেটদুনিয়ায় মিমের বন্যা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement