Advertisement
Advertisement
Rahul Dravid

‘পরের অলিম্পিকে জোড়া সোনা জিতবে ভারতের ক্রিকেটাররা’, আশাবাদী বিশ্বজয়ী কোচ দ্রাবিড়

২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হচ্ছে।

Rahul Dravid hopeful that Indian men and Women team will win gold in next Olympics

প্যারিসে দ্রাবিড়। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:July 29, 2024 5:04 pm
  • Updated:July 29, 2024 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই পদক জিতেছেন ভারতের মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়েছেন মনু। যদিও ইতিমধ্যেই লড়াই থেকে ছিটকে গিয়েছেন একাধিক প্রতিযোগী। তার মধ্যে আছে রোহন বোপান্নার মতো তারকাও। অলিম্পিক থেকে তাঁর বিদায়ের মুহূর্তে দর্শকাসনে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। গৌতম গম্ভীরের অধীনে শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের নতুন যুগ। ফলে এখন দ্রাবিড় উপস্থিত অলিম্পিকের প্রতিযোগীদের উৎসাহ দিতে। মনু ভাকেরের পদক জয়ে উচ্ছ্বসিত ‘দ্য ওয়ালও’। তিনি বলছেন, “মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।”

Advertisement

[আরও পড়ুন: ‘জুমলা’ তোপ বিজেপি মন্ত্রীকে, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর ভাইরাল মনুর পুরনো টুইট]

ঠিক যেভাবে একাধিক ব্যর্থতার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। চলতি অলিম্পিকে ক্রিকেট নেই। কিন্তু ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে ক্রিকেটের। ফলে ভারতের পদকজয়ের স্বপ্ন বাড়তেই পারে। সেই নিয়েও মুখ খুলেছেন দ্রাবিড়।

[আরও পড়ুন: নিজের ফাঁদেই পা! মানকড়িং থেকে কোনও মতে বাঁচলেন অশ্বিন]

প্যারিসের ইন্ডিয়া হাউজের ‘ক্রিকেট অ্যাট দ্য অলিম্পিকস: ডন অফ এ নিউ এরা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে দ্রাবিড় বলছেন, “ড্রেসিংরুমে আমি এই নিয়ে কিছু কথাবার্তা শুনেছি। সবাই ২০২৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কথা বলছিল। সেখানে ২০২৮-র অলিম্পিক নিয়েও কথা শোনা যাচ্ছিল। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়। আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement