বারবার দ্রাবিড়কে এভাবেই পরাস্ত করেছেন মুরলী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “রাহুল দ্রাবিড় অনেক বড় মাপের ব্যাটার। তবে আমার ডেলিভারি কোনও দিন ‘রিড’ করতে পারেনি।” নিজের বায়োপিক ‘800’-এর (‘800’) প্রচারে এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। মঙ্গলবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার (Sri Lanka) প্রবাদপ্রতিম অফ স্পিনারের বায়োপিকের (Muttiah Muralitharan Biopic) ট্রেলর মুক্তি পাওয়ার মুহূর্তে মুরলীর এমন মন্তব্যে অনেকেই চমকে গিয়েছেন। কারণ সেখানে উপস্থিত ছিলেন খোদ শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তি।
ট্রেলর প্রকাশ পেতেই মুরলী বলে ওঠেন, “শচীন আমার বোলিং খুব ভালভাবে রিড করতে পারত। সবার সেই ক্ষমতা ছিল না। ব্রায়ান লারা আমার বিরুদ্ধে অনেক রান করলেও তেমন সুবিধা করতে পারেনি। তবে রাহুল দ্রাবিড় কোনওদিনই আমার ডেলিভারি ‘রিড’ করতে পারেনি। শচীনের পাশাপাশি বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর পর্যন্ত আমার বোলিং খুব ভালভাবে খেলেছে। কিন্তু রাহুলের মতো ব্যাটার বারবার আমার কাছে হার মেনেছে।”
বাইশ গজের যুদ্ধে শচীন বনাম মুরলীর ডুয়েলকে ক্রিকেটপ্রেমীরা তারিয়ে তারিয়ে উপভোগ করত। তবে মাঠের বাইরে দুই মহাতারকার বন্ধুত্ব দেখার মতো। কিন্তু কীভাবে এই বন্ধুত্বের সুত্রপাত হয়েছিল? স্মৃতিতে ফিরে গিয়ে ‘গড অফ ক্রিকেট’ যোগ করলেন, “১৯৯২-৯৩ সালে বিশ্বকাপের সময় প্রথম মুরলীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে সেটা আমাদের বন্ধুত্বে পরিণত হয়।” এরপর বোলার মুরলিকে প্রশংসায় ভরালেন ‘মাস্টার ব্লাস্টার’। তিনি ফের যোগ করেন, “মুরলির এত বড় মাপের বোলার হওয়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল ও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে চলেছিল। বল টার্ন করানোই ছিল ওর কাজ। সেটা ঠিকমতো জানত বলেই মুরলী এত বড়মাপের ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে।”
মুরলী তাঁর অফ স্পিনের জন্য যতটা বিখ্যাত, ঠিক ততটাই পরিচিত তাঁর ‘দুসরা’-র জন্য। কীভাবে ‘দুসরা’ রপ্ত করেছিলেন তিনি। শচীনের প্রতিক্রিয়া, “আমি যতদূর জানি ‘দুসরা’ রপ্ত করার জন্য মুরলি নেটে প্রায় ১৮ মাস ধরে পরিশ্রম করেছিল। এবং দীর্ঘ ১৮ মাস নিজেকে ঘষেমেজে তৈরি করার জন্যই মুরলী সাফল্য পেয়েছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.