Advertisement
Advertisement

Breaking News

Rahul Dravid

দ্বৈত ভূমিকায় দ্রাবিড়, টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পাশাপাশি সামলাচ্ছেন আরও এক গুরুদায়িত্ব

আবার কোন ভূমিকায় দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার হেডকোচকে?

Rahul Dravid also overseeing National Cricket Academy | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 10, 2021 12:35 pm
  • Updated:December 10, 2021 12:35 pm  

আলাপন সাহা: রাহুল শরদ দ্রাবিড়ের (Rahul Dravid) নামটা বোধহয় একটু বদলে রাহুল অলরাউন্ডার দ্রাবিড় করার সময় এসেছে! ভারতীয় ক্রিকেট মহলে খবর নিয়ে জানা গেল, কোচ দ্রাবিড় প্র্যাকটিসে সবকিছুই করছেন। ব্যাটিং টিপস দেওয়া থেকে থ্রো-ডাউন। এমনকী ফিল্ডিং প্র্যাকটিসও নিজেই করাচ্ছেন, সে যতই ফিল্ডিং কোচ থাকুক না কেন! না, এখানেই শেষ নয়। আরও আছে। ভারতীয় দলের কোচিংয়ের পাশাপাশি আরও একটা দায়িত্ব সামলাতে হচ্ছে দ্রাবিড়কে। সেটা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব।

Rahul Dravid also overseeing National Cricket Academy

Advertisement

সরকারিভাবে দ্রাবিড় এখন আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) দায়িত্বে নেই। ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই এনসিএ প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ভারতীয় বোর্ডে (BCCI) খবর নিয়ে জানা গেল, দ্রাবিড় আনুষ্ঠানিকভাবে জাতীয় অ্যাকাডেমির সঙ্গে যুক্ত না থাকলেও পুরো ব্যাপারটা এখনও তিনিই দেখছেন। এনসিএ (NCA) সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে। বুঝিয়ে দিচ্ছেন, কাকে কী করতে হবে। ঠিক যেমন এনসিএ প্রধানের দায়িত্বে থাকার সময় করতেন। এমনকী পরবর্তী পরিকল্পনাও নিজেই তৈরি করে দিচ্ছেন। ভারতীয় কোচের পরামর্শ অনুযায়ী বাকিরা কাজ করছেন।

[আরও পড়ুন: ওয়ানডের নেতৃত্ব থেকে কেন সরানো হল কোহলিকে, মুখ খুললেন সৌরভ]

রাহুলের জায়গায় আর এক প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) যে এনসিএ প্রধানের দায়িত্ব নিচ্ছেন, সেটা বোর্ডের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডে খবর নিয়ে যা জানা গেল, আনুষ্ঠানিকভাবে লক্ষ্মণের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিতে আরও কিছুদিন সময় লাগবে। আর যতদিন না ভিভিএস দায়িত্ব নিচ্ছেন, ততদিন বিরাট কোহলিদের কোচের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে এনসিএ’র দায়িত্ব সামলাবেন দ্রাবিড়ই।

[আরও পড়ুন: ‘অত্যন্ত অসম্মানের’, কোহলির নেতৃত্ব কেড়ে নেওয়ায় বোর্ডের উপরে ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া]

কুলদীপ যাদব এখন এনসিএ-তে রিহ্যাব করছেন। মহম্মদ শামি দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির জন্য এনসিএতে উড়ে গিয়েছেন। আর সবটাই চলছে কোচ দ্রাবিড়ের তত্ত্বাবধানে। রাহুল শরদ দ্রাবিড়কে এরপর রাহুল অলরাউন্ডার দ্রাবিড় বললে এতটুকু ভুল বলা হয় কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement