Advertisement
Advertisement

Breaking News

Rahmanullah Gurbaz

মাঠে নামার আগেই সুপারহিট গুরবাজ, ভক্তদের মন জিতে নিলেন নাইট তারকা

দেখে নিন গুরবাজের মন জিতে নেওয়া সেই ভিডিও।

Rahmanullah Gurbaz gifted his gloves to a fan at Eden Gardens

গুরবাজ।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 22, 2024 7:04 pm
  • Updated:March 22, 2024 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবার হৃদয় জিতে নিলেন কেকেআরের উইকেটকিপার রাহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। সেই ম্যাচের আগে নিজের গ্লাভস গুরবাজ তুলে দিলেন ভক্তের হাতে। যা দেখে মুগ্ধ সবাই।

[আরও পড়ুন : ‘সহজ সুযোগ নষ্ট করে ম্যাচ কঠিন করে তুললাম আমরা’, আফগানদের বিরুদ্ধে ড্র করে হতাশ স্টিমাচ]

নাইটদের ওপেনিং ব্যাটার গুরবাজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ইডেনে দুই ভক্ত এসে দেখা করেন গুরবাজের সঙ্গে। আফগান উইকেটকিপারের কাছ থেকে গ্লাভস চেয়ে বসেন সেই ভক্ত। গুরবাজ জড়িয়ে ধরেন। তার পরে মাঠের ভিতরে ছড়িয়ে থাকা গ্লাভস তিনি দেন ভক্তকে। আরেক ভক্ত গুরবাজের সঙ্গে সেলফিও তোলেন।
গুরবাজ এমনই। এর আগে বিশ্বকাপের সময়ে আহমেদাবাদের গৃহহীন মানুষদের টাকা বিতরণ করেছিলেন। কেকেআর এক্স হ্যান্ডলে লেখে, ”হেরাটের ভূমিকম্প পীড়িত মানুষদের অর্থ তোলার জন্য ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করেছ। বিদেশভূমিতেও একই কাজ তুমি করেছ। কাজ দিয়ে সবাইকে তুমি অনুপ্রাণিত করেছ।”
গুরবাজ নিজেকে তৈরি করছেন আইপিএলের জন্য। মাঠে নামলেই শুরু হয়ে যাবে চার-ছক্কার বর্ষণ।

Advertisement

[আরও পড়ুন : ইয়র্কারে শান দিচ্ছেন স্টার্ক, অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement