Advertisement
Advertisement

Breaking News

Gujarat Flood

বন্যায় বিধ্বস্ত গুজরাট, ঘরবন্দি বিশ্বকাপের দলে থাকা ভারতীয় স্পিনার

গুজরাটে বন্যায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

Radha Yadav stuck amidst flood in Gujarat, later rescued

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2024 1:34 pm
  • Updated:August 29, 2024 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একমাস পরে দেশের জার্সিতে বিশ্বকাপ খেলতে নামবেন। তার আগে বন্যা কবলিত গুজরাটে (Gujarat Flood) ঘরবন্দি হয়ে পড়লেন রাধা যাদব (Radha Yadav)। আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু আপাতত বন্যার জেরে বিপাকে পড়েছেন জাতীয় দলের স্পিনার। উল্লেখ্য, গত তিনদিন ধরে ব্যাপক বৃষ্টিতে ভেসেছে গুজরাট। অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে দুর্যোগে।

বন্যাকবলিত গুজরাটে দুর্দশার কথা নিজের সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন রাধা। ইনস্টাগ্রামের স্টোরিতে জলমগ্ন ভদোদরা শহরের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, “আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি।” তবে এই পোস্টের সঙ্গেই একটি ভিডিও শেয়ার করেন রাধা। সেখানে দেখা যায়, নৌকা করে আমজনতাকে উদ্ধার করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যায় আটকে পড়া রাধাকেও উদ্ধার করে বাহিনী। তার জন্য আলাদা করে এনডিআরএফকে ধন্যবাদ দিয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার।

Advertisement
রাধা যাদবের ইনস্টা স্টোরি।

[আরও পড়ুন: শামিকে রেখেই রনজির প্রাথমিক দল বাংলার, প্রত্যাবর্তন ঋদ্ধিরও

উল্লেখ্য, তিনদিন পরে ভদোদরায় বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে বিশ্বামিত্রি নদী। তার জেরে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। শহরের নানা এলাকায় জল জমে রয়েছে। তবে ভদোদরাতে উদ্ধারকাজে ইতিমধ্যেই নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শামিল হয়েছে সেনাও।

অন্যদিকে, গুজরাট সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, মোর্বি, ভদোদরা, বারুচ, জামনগর, আরাবল্লি, পঞ্চমহল এবং দ্বারকায় ১ জন করে মৃত্যু হয়েছে। ৬ জন মারা গিয়েছে আনন্দে। আমেদাবাদে মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জন করে মৃত্যু হয়েছে গান্ধীনগর, খেদা, মহিসাগড়, দাহোড় এবং সুরিন্দরনগর জেলায়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, মোর্বি জেলার ধাভানা গ্রামে একটি ট্রাক্টর-ট্রলি ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। উল্লেখ্য, গুজরাটের দুর্ভোগে এখনই ইতি হচ্ছে না। বৃহস্পতিবার রাজ্যের ১১ জেলায় লালা সতর্কতা এবং ২২ রাজ্যের হলুদি সতর্কতা জারি হয়েছে।

[আরও পড়ুন: ‘খেলার দুনিয়ায় উন্নতি করতে সদা সচেষ্ট সরকার’, জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বার্তা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement