Advertisement
Advertisement

Breaking News

Racism Controversy

Racism Controversy: স্কোরবোর্ডে বৈষম্যের শিকার পাকিস্তান! বাবর আজমদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

অধিনায়োকচিত ইনিংস খেলেছেন শান মাসুদ।

Racist term used in scorecard during warm-up game of Pakistan, Cricket Australia clarifies with apology। Sangbad Pratidin

প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে পাকিস্তান।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 7, 2023 4:08 pm
  • Updated:December 7, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার দল অস্ট্রেলিয়া (Australia) সফরে গেলেই চোখে পড়বে একাধিক বিতর্কিত ঘটনা। ভারত (India), শ্রীলঙ্কার (Sri Lanka) পর এবার বৈষম্যের শিকার হল পাকিস্তান (Pakistan)। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী একাদশের (Prime Minister’s XI) বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে শান মাসুদের (Shan Masood) দল। সেই ম্যাচ চলার সময় বৈষম্যের শিকার হলেন বাবর আজমরা (Babar Azam)। টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠা স্কোরকার্ডে দেশের নামই বদলে গেল! সেইজন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) সমালোচনার মুখে পড়লে, পাক দলের কাছে চাইতে বাধ্য হয়েছে।

৬ ডিসেম্বর থেকে মানুকা ওভালে শুরু হয়েছে এই প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান ব্যাট করার সময় দেখা যায় দলের নাম ‘পাক’ -এর বদলে লেখা রয়েছে ‘পাকি’। সোশাল মিডিয়ার যুগে সেই ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এমনকি গোটা দুনিয়াতে ছড়িয়ে থাকা পাকিস্তানের মানুষরাও প্রতিবাদে মুখর হয়ে ওঠে। কারণ, ইউরোপের দেশগুলিতে পাকিস্তানের নাগরিকদের হেনস্থা করার জন্য ‘পাকি’ নামে ডাকা হয়। আর তাই ব্যাপারটা মেনে নিতে পারেনি পাক দল। 

Advertisement

[আরও পড়ুন: ‘ধোনিই সবার উপরে’! পরীক্ষার খাতায় লিখে স্কুল থেকে সাসপেন্ড এক ছাত্র]

তবে সেই ছবি ভাইরাল হতেই ভুল শুধরে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আবার ‘পাক’ লেখা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, “তথ্য দেওয়ার সময় গ্রাফিকের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল। কেউ ইচ্ছা করে সেটা করেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়া হয়েছে। তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়। আমরা ক্ষমাপ্রার্থী।”

 

অতীতেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছিল ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তিন দেশ। এবার তো স্যর ডন ব্র্যাডম্যানের দেশে পা রেখেই সমস্যার মুখে পড়েছিল পাকিস্তান। নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয়েছিল ক্রিকেটারদের। এবার আরও বড় সমস্যার মুখে পড়ল পাক দল।

তবে অক্রিকেটীয় কারণে সমস্যার মুখে পড়লেও, বাইশ গজের লড়াইয়ে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করেছে পাকিস্তান। টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রান তুলেছিল পাক দল। অধিনায়ক শান মাসুদ ২৯৮ বলে ২০১ রান করেন। তাঁর দ্বিশতরানের ইনিংস ১৪টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। সরফরাজ আহমেদ করেন ৪৭ বলে ৪১ রান। অন্যদিকে প্রাক্তন অধিনায়ক বাবর করেন ৪০ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রধানমন্ত্রী একাদশ ২ উইকেটে ১৪৯ রান তুলেছে। ফলে এখনও ২৪২ রানে এগিয়ে রয়েছে পাক দল। ১৪ ডিসেম্বর থেকে পারথে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে আয়োজিত হবে চিরাচরিত বক্সিং ডে টেস্ট।

[আরও পড়ুন: ‘আইকন’ শচীনের ১০০টি শতরানের নজির ভাঙতে পারবেন বিরাট? মনের কথা বলে দিলেন ব্রায়ান লারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement