Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

অশ্বিনের পরিবর্ত হিসেবে টেস্ট দলে তরুণ স্পিনার, চেনেন এই মুম্বইকরকে?

অস্ট্রেলিয়ার মাটিতেই দেশের জার্সিতে অভিষেক ঘটবে অলরাউন্ডারের?

R Ashwin's Replacement In India's Border Gavaskar Trophy Squad Named

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 23, 2024 9:46 pm
  • Updated:December 23, 2024 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত বেছে নিল বিসিসিআই। না, কুলদীপ যাদব কিংবা অভিজ্ঞ কোনও স্পিনার নন, আনকোড়া তরুণের নামই বদলি হিসেবে ঘোষণা করা হল।

ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। তারপর অস্ট্রেলিয়া থেকে ফিরেও এসেছেন। ফলে বর্ডার গাভাসকর ট্রফির বাকি দুই টেস্টে কে ডাক পেতে পারেন, সেই নিয়েই চলছিল জল্পনা। সোমবার সেই জল্পনার অবসান ঘটে। মুম্বইয়ের তরুণ স্পিন অলরাউন্ডার তনুশ কোটিয়ানের নাম ঘোষণা করা হয় অশ্বিনের পরিবর্ত হিসেবে। জানা যাচ্ছে, মঙ্গলবারই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন তিনি। অর্থাৎ সুযোগ পেলে অস্ট্রেলিয়ার মাটিতেই দেশের জার্সিতে অভিষেক ঘটবে ২৬ বছরের তনুশের।

Advertisement
Tanush
তনুশ কোটিয়ান

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ১০১টি উইকেট নিয়েছেন তনুশ। ঝুলিতে রয়েছে ১৫২৫ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। রনজি ট্রফির গত মরশুমে করেছেন ৫০২ রান। আবার বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। যদিও প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি। এবার সরাসরি ডাক পেলেন ভারতীয় শিবিরে। 

এদিকে মেলবোর্নের পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে বলে জানিয়েছেন কিউরেটর। অর্থাৎ আরও একবার পেস সহায়ক উইকেটই তৈরি হচ্ছে অজিভূমে। সেক্ষেত্রে রোহিত শর্মারা কজন স্পিনার খেলাবেন, সেটা বড় প্রশ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement