সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তান বধের নায়ক যদি বিরাট কোহলি (Virat Kohli) হন, তাহলে অন্যতম পার্শ্বনায়কের চরিত্রে নাম থাকবে রবিচন্দ্রন অশ্বিনের। ম্যাচের একেবারে শেষদিকে এক বলে যখন ২ রান দরকার ছিল, তখন যেভাবে ঠান্ডা মাথায় দলের জয় তিনি নিশ্চিত করেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। নেটদুনিয়া এখনও হিমশীতল মানসিকতার জন্য অশ্বিনকে (Ravi Ashwin) কুর্নিশ জানাচ্ছে। কিন্তু অশ্বিন বলছেন, ওই শেষ বলটি খেলার আগে চাপে ছিলেন তিনিও। এমনকী ভারতকে জেতাতে না পারলে যে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেত, সেটাও বলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অফস্পিনার।
বিসিসিআই (BCCI) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন, সেদিন যদি তিনি ভারতকে জেতাতে না পারতেন, তাহলে হয়তো তাঁকে অবসর ঘোষণা করে দিতে হত। নাহলে তাঁর বাড়িতে ইট-পাটকেল ছুঁড়তেন সমর্থকরা। পুরোটাই অবশ্য অশ্বিন বলেছেন মজার ছলে। ওই সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার (Team India) তারকা বলেন, “আমাকে একজন জিজ্ঞেস করেছিল, নওয়াজের ওই বলটি ওয়াইড না হয়ে যদি আপনার প্যাডে লাগত, তাহলে আপনি কী করতেন। আমি তাঁকে বলেছি, তাহলে আমি সোজা দৌড়ে ড্রেসিং রুমে চলে যেতাম। নিজের ফোনটা হাতে নিতাম। আর টুইটারে লিখতাম, আপনাদের সকলকে ধন্যবাদ এতো ভাল সময় উপহার দেওয়ার জন্য। আমার ক্রিকেট কেরিয়ারে দারুণ সময় কাটালাম। ধন্যবাদ।”
এত গেল ম্যাচ জেতাতে না পারলে কী হত সে প্রশ্নের জবাব। ম্যাচ জেতানোর পর কী মনে হয়েছিল, সেই প্রশ্নেরও মজার উত্তর দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, “নওয়াজের বলটা যখন ওয়াইড হয়ে গেল, তখন অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম। যাক আর কেউ আমার বাড়িতে ইট-পাটকেল ছুঁড়বে না।” আসলে, অশ্বিন বরাবরই রসিক মানুষ। ভারত-পাক (India vs Pakistan) ম্যাচে নায়কোচিত পারফরম্যান্সের পর থেকেই নিজেকে হালকা রাখতে নানা ধরনের রসিকতা করেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের (T-20 World Cup) প্রথম ম্যাচে অশ্বিনের বুদ্ধিদীপ্ত ব্যাটিং যে শুধু ভারতকে জয় এনে দিয়েছে তাই নয়, সেই সঙ্গে নক-আউট পর্বে যাওয়ার লড়াইয়েও অনেকটা এগিয়ে দিয়েছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। ওই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার নক-আউট পর্বে যাওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.