অশ্বিন। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তাঁর বিদায়ের সঙ্গে নিঃসন্দেহে আধুনিক ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের অবসান ঘটল।
বর্ডার গাভাসকর টেস্টের পরই ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন অশ্বিন। এমন গুঞ্জন প্রকট হয়েছিল সম্প্রতি। তবে সিরিজ শেষ না হতেই সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের (Retirement) কথা জানিয়ে দেন তিনি। বলেন, “আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্য়ে ক্রিকেট বাকি আছে। তাই ক্লাব স্তরে খেলা চালিয়ে যাব। কিন্তু দেশের হয়ে এখানেই শেষ করলাম। আমার সতীর্থ এবং কোচেদের অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমার অনেক সতীর্থ অবসর নিয়েছে। আজ আমার দিন। রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারাদের কাছে কৃতজ্ঞ। অনেক ক্যাচ ধরে আমায় উইকেট পেতে সাহায্য করেছে।” এরপরই জুড়ে দেন, “নিঃসন্দেহে এটা আমার কাছে ভীষণই আবেগঘন মুহূর্ত। তাই আপাতত কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আরও একবার সকলকে ধন্যবাদ। এই খেলাই আমায় সব দিয়েছে।”
Ravichandran Ashwin announces his retirement from all forms of international cricket.
Congratulations on a brilliant career 👏 pic.twitter.com/UHWAFmMwC0
— 7Cricket (@7Cricket) December 18, 2024
২০১১ সালে বিশ্বজয়ী দলের সদস্যের ঠিক তার আগের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটেছিল। ২০১১-তেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট অশ্বিনের। লাল বলের ক্রিকেটে তার গড়েছেন একের পর এক রেকর্ড। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেটের মালিক তিনি। একমাত্র ভারতীয় তারকা হিসেবে চারবার একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি। পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার রেকর্ডও তাঁর ঝুলিতেই। এহেন তারকার বিদায়বেলায় ড্রেসিংরুমে বসেই ভিজল চোখ। আবেগঘন সতীর্থকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.