ফাইল ছবি।
সৌরাশিস লাহিড়ী: ভারতের সমর্থক হিসেবে বড্ড খারাপ লাগছে। দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হারল টিম। তার চেয়েও বড় কথা হল, দু’টো সিরিজ আগেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত নিশ্চিত মনে হচ্ছিল। সেখানে আমরা ফাইনালেই উঠতে পারলাম না! প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিনটে টেস্টে হার। তারপর অস্ট্রেলিয়ায় ১-৩ সিরিজ হার। শেষ আটটা ম্যাচের মধ্যে আমরা ছ’টায় হেরেছি। জিতেছি একটায়। ব্রিসবেনে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছিল। আর যে টেস্টে ভারত জিতেছিল, সেটা একমাত্র জশপ্রীত বুমরাহর জন্য। একা বুমরাহ রোজ রোজ টিমকে জেতাবে, সেটা হয় না। এদিন বুমরাহ ছিল না। ফল কী হয়েছে, সেটা সবাই দেখতে পেরেছে। অস্ট্রেলিয়া মাত্র ২৭ ওভারে ১৬২ রান তুলল। ওভার পিছু ছয় রান করে।
জানি, সবাই বিরাট কোহলি, রোহিত শর্মাদের দিকে আঙুল তুলবে। বলা হবে ব্যাটাররা রান না করলে টিম কী করে জিতবে? মেনে নিচ্ছি যে, ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু কেন ওরা পারফর্ম করতে পারল না, সেই প্রশ্নটাও করতে হবে। বিরাট কোহলি এই সিরিজে সব ম্যাচেই প্রায় একইভাবে আউট হয়েছে। অফস্টাম্পের বাইরের বলে। তাহলে কোচ গৌতম গম্ভীরের কাজটা কী? কোচ নিয়োগের ক্ষেত্রে আমরা একটা কথা বারবার বলে থাকি- অভিজ্ঞতা। এই মুহূর্তে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল কোচ যদি কাউকে বলা হয়, তিনি চন্দ্রকান্ত পণ্ডিত। ছয় থেকে সাতবার রনজি ট্রফি জিতেছেন কোচ হিসেবে। কুড়ি-পঁচিশ বছর ধরে কোচিং করছেন তিনি। তার মানে পণ্ডিতের যা সাফল্য, তার চেয়ে ব্যর্থতা অনেক বেশি। এই ব্যাপারগুলোই একজন মানুষকে অভিজ্ঞ করে। ব্যর্থতা থেকে শেখে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, তা শেখে। সেখানে হঠাৎকরে গম্ভীরকে ভারতীয় দলের কোচ করে নিয়ে আসার অর্থটা কী? গম্ভীরের কোচিং অভিজ্ঞতা কতটা? রাজ্য টিমের হয়ে কখনও কোচিং করেননি। গতবার কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। কিন্তু সেটা কোচ হিসেবে নয়। মেন্টর হিসেবে। কোচ ছিলেন পণ্ডিত। তাহলে কি ভারতীয় দলে কোচ হওয়ার মানদণ্ড আইপিএল হয়ে গেল? সেটা যদি হয়ে থাকে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। বিশ্বাস করুন একটা টেস্ট দেখেও আমার মনে হয়নি টিমের কোনও নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
গম্ভীর (Gautam Gambhir) নিজের পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফ নিয়ে এসেছে। মর্নি মর্কেলকে বোলিং কোচ করে নিয়ে আসা হচ্ছে। মর্কেল করছে কী? এই বোলিংয়ের হাল! বুমরাহ ছাড়া কাউকে দেখে মনে হয়েছে যে তারা ম্যাচ জেতাতে পারে? ভরত অরুণ ভারতীয় দলের বোলিং কোচ থাকার সময়ই বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদবরা নিজেদের সেরা জায়গায় পৌঁছেছিল। ভরতের অভিজ্ঞতা দেখুন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কোচিং করেছে। এনসিএ-র সঙ্গে যুক্ত ছিল। নিজে অভিজ্ঞ না হলে কেউ কী করে টিম চালাবে? আমাদের দেশে মর্কেলের থেকে ভালো কোনও বোলিং কোচ নেই, সেটা বিশ্বাস করতে পারছি না। সহকারী কোচ অভিষেক নায়ারের ভূমিকা কী? কোচিং অভিজ্ঞতা বলতে শুধু কেকেআরের সঙ্গে যুক্ত থাকা। আর সেটাও কোনওভাবেই হেড কোচ হিসেবে নয়। তাহলে তাকে নিয়ে আসা হল কেন? রায়ান টেন দুশখাতে। কাউকে ছোট করতে চাই না। কিন্তু ও এমন একটা দেশ থেকে ক্রিকেট খেলেছে, যাদের আমাদের মুম্বই টিমও দশবারের মধ্যে দশবার হারাবে। সেই তাকে কোচ করে নিয়ে আসা হল। গম্ভীরের সঙ্গে শুধু সম্পর্ক ভালো থাকাই ভারতীয় টিমের কোচ হওয়ার ক্রাইটেরিয়া এখন?
অথচ কয়েক মাস আগেই ভারতীয় টিম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। রাহুল দ্রাবিড় একটা টিম তৈরি করে দিয়ে গিয়েছেন। কোচ গম্ভীর সেই সাজানো বাগানটাই তছনছ করে দিয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটকে গভীর সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছেন গম্ভীর। টিম নির্বাচন থেকে পরিকল্পনা, পুরোটাই ভুলে ভরা। প্রসিদ্ধ কৃষ্ণ টেস্ট খেলছে। অথচ ঘরোয়া ক্রিকেটে যে বোলাররা সবচেয়ে ধারাবাহিকভাবে বোলিং করেছে, সেই মুকেশ কুমারকে দেশে পাঠিয়ে দেওয়া হল বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য। নিশ্চিতভাবে বলতে পারি সিডনিতে যা উইকেট ছিল, তাতে মুকেশ সফল হতই। এমন একটা লাইনে বোলিং করে মুকেশ, যেখানে রান করা সহজ নয়। তাছাড়া অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচেও ভালো বোলিং করেছিল। তাহলে ওকে না খেলানোর কারণ কী? কেন আকাশ দীপকে না খেলিয়ে শুরুতে হর্ষিত রানাকে খেলানো হল? আকাশ তার আগে সবগুলো টেস্টে ভালো বোলিং করেছে। অথচ তাকে খেলানো হল না। হর্ষিত দিল্লির ছেলে আর কেকেআরে খেলে বলেই কি খেলানো হল? ওয়াশিংটন সুন্দরকে ব্যাটার হিসেবে খেলাল, না বোলার হিসেবে, সেটাই বুঝলাম না। শেষ দুটো টেস্টে ভারত দুই স্পিনার নিয়েই যদি খেলবে, তাহলে কেন সিরিজের মাঝ পথে রবিচন্দ্রন অশ্বিনকে অবসর নিতে হল? ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান ঠিক কতটা, সে কথা ভুলে গেলেন গম্ভীর?
রোহিত শর্মাকে দিয়ে লেখার শেষটা করব। ওর রান না পাওয়া নিয়ে প্রচুর কথা হয়েছে। সিডনিতে তো নিজেকে সরিয়ে নিল রোহিত। ভারত জিতল কি? আসল কথা হল ক্রিকেটারদের খারাপ ফর্ম থেকে বের করে নিয়ে আসার কাজটা দলের কোচকেই করতে হয়। বলতে দ্বিধা নেই, সেই কাজে গম্ভীর চূড়ান্ত ব্যর্থ। একজন চূড়ান্ত ব্যর্থ কোচকে আর কতদিন বইবে ভারতীয় ক্রিকেট বোর্ড?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.