Advertisement
Advertisement

Breaking News

Shikhar Dhawan

হারের মধ্যেই বড় ধাক্কা পাঞ্জাবে! চোটের জন্য কত দিন মাঠের বাইরে শিখর ধাওয়ান?

হায়দরাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক।

Punjab skipper Shikhar Dhawan could be out for ten days due to shoulder injury

ধাওয়ান। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 14, 2024 5:36 pm
  • Updated:April 14, 2024 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) পর পর দুম্যাচ হেরে চাপের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। লিগ টেবিলে নামতে নামতে ৮ নম্বরে পৌঁছে গিয়েছে প্রীতি জিন্টার (Preity Zinta) দল। তার মধ্যেই বড়সড় দুঃসংবাদ পাঞ্জাব শিবিরে। চোটের জন্য বেশ কয়েক দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন দলের অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসের সময় স্যাম কুরানকে আসতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কেন এলেন না শিখর ধাওয়ান? তখনই শুরু হয়েছিল জল্পনা। ম্যাচের পরে পাঞ্জাবের কোচ সঞ্জয় বাঙ্গার গোটা বিষয়টি খোলসা করেন। তিনি বলেন, “ধাওয়ান কাঁধে চোট পেয়েছে। ওকে কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে। শিখরের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার আমাদের দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওর না থাকাটা নিঃসন্দেহে বড় ক্ষতি।”

Advertisement

[আরও পড়ুন: এখনই অবনমন প্রক্রিয়ার জন্য তৈরি নয় আইএসএল! কেন এমন মন্তব্য ফেডারেশন সভাপতির?]

কিন্তু কতদিন মাঠের বাইরে থাকতে হবে ধাওয়ানকে? সেটাও পরিষ্কার করে বলতে পারছেন না বাঙ্গার। তিনি বলেন, “অন্তত সাত থেকে দশ দিন খেলতে পারবে না ধাওয়ান। তবে আমরা তাড়াহুড়ো করতে রাজি নই। দেখা যাক ও কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।” ফলে পাঞ্জাব অধিনায়কের মাঠে ফেরা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেল। গত ১০ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন ধাওয়ান।

[আরও পড়ুন: আইপিএলের মাঝেই ডায়েটকে বিদায়! স্যান্ডউইচ, পিৎজা, আলু চাট, বরফি খাচ্ছেন বিরাট?]

রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কুরান। প্রথমে ব্যাট করে মাত্র ১৪৭ রানে থেমে যায় তাঁদের ইনিংস। পাঞ্জাবের বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও হেটমায়ারের ঝড়ে হেরে যায় প্রীতি জিন্টার দল। এখনও পর্যন্ত আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে তারা। শিখর ধাওয়ানের না থাকাটা তাঁদের কাছে আরও চিন্তার বিষয় হয়ে উঠবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement