ধোনির অনুপ্রেরণায় বিধ্বংসী ইনিংস শশাঙ্কের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংস (PBKS) দলের নতুন ‘রাজা’ শশাঙ্ক সিং (Shashank Singh)। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে গুজরাটের (GT) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে প্রীতি জিন্টার দল। চাপের মুখে তিনি ২৯ বলে করেন ৬১ রান। কীভাবে সম্ভব করলেন এই অসাধ্য কাজ? শশাঙ্ক যাঁকে কৃতিত্ব দিচ্ছেন, তাঁকে ক্রিকেট বিশ্ব চেনে ‘ফিনিশার’ নামেই। তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহিমন্ত্রেই শশাঙ্ক জয় এনে দিয়েছেন পাঞ্জাবকে।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ধুঁকছিল পাঞ্জাব। শশাঙ্ক যখন ব্যাট করতে আসেন, তখন ৪ উইকেট হারিয়ে তাদের রান ৭০। সেখান থেকে ৩ উইকেটে ম্যাচ জেতেন শিখর ধাওয়ানরা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শশাঙ্কের ২৯ বলের অপরাজিত ৬১ রানের ইনিংস জয় এনে দিয়েছে প্রীতি জিন্টার দলকে। মারেন ৬টা ছয় এবং ৪টি চার। নিজের দুরন্ত ইনিংসের কৃতিত্ব তিনি দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে।
শশাঙ্ক বলেন, “যখনই আমি মাহি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তখনই আমাকে ও বলেছে ম্যাচকে শেষের দিকে নিয়ে যেতে। খেলা যত শেষের দিকে গড়াবে, তত বোলারের উপর চাপ বাড়বে। সেই সময় নিজেকে শান্ত রাখাটাই আসল কথা। আমি শুধু মাথা ঠান্ডা রেখে গিয়েছি।” আশুতোষ শর্মার সঙ্গে তাঁর জুটিই জিতিয়ে দেয় পাঞ্জাবকে।
চলতি আইপিএলে খেলার কথাই ছিল না শশাঙ্কের। নিলামে তাঁকে ‘ভুল’ করে কিনেছিলেন প্রীতি জিন্টারা। এই প্রথমবার এত দর্শকের সামনে খেলতে নামলেন পাঞ্জাবের ৩১ বছর বয়সি ক্রিকেটার। ‘ক্যাপ্টেন কুল’ ধোনির মতো নিজেকে শান্ত রেখেই পাঞ্জাবকে রুদ্ধশ্বাস জয় এনে দেন শশাঙ্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.