Advertisement
Advertisement
Punjab Kings

IPL 2022: কাজে এল না রায়ডুর লড়াই, ওয়াংখেড়েতে ধাওয়ান ধামাকায় জয়ী পাঞ্জাব

আজ আর ম্যাজিক দেখাতে পারলেন না ধোনি।

Punjab Kings beats Chennai Super Kings in IPL 2022 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 25, 2022 11:29 pm
  • Updated:April 25, 2022 11:41 pm

পাঞ্জাব কিংস: ১৮৭/৪ (ধাওয়ান-৮৮, রাজাপক্ষে-৪২, ব্রাভো-৪২/২)
চেন্নাই সুপার কিংস: ১৭৬/৬ (রায়ডু-৭৮, ঋতুরাজ-৩০, রাবাডা-২৩/২, ঋষি-৩৯/২)
১১ রানে জয়ী পাঞ্জাব কিংস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দু’টি দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি হতাশ করছে সেই দু’টি দলই। সোম-রাতেও যার ব্যতিক্রম হল না। কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞ অম্বতি রায়ডু ও জাদেজার চোয়াল চাপা লড়াইয়েও জয় অধরাই থেকে গেল সিএসকের (CSK)। আর সেই সঙ্গে প্লে অফে পৌঁছনোর পথও কার্যত বন্ধ হল সিএসকে’র। উলটোদিকে টানা দুটো ম্যাচ হারের পর দু’পয়েন্ট ঝুলিতে ভরে চাঙ্গা পাঞ্জাব (Punjab Kings) শিবির।

Advertisement

গত ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন ফিনিশার ধোনি (MS Dhoni)। গ্যালারি জুড়ে উঠেছিল ‘মাহি মার রাহা হ্যায়’ ধ্বনি। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে চোখের পলকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন এমএস। এদিনও যখন জয়ের জন্য চেন্নাইয়ের ৪ বলে ২০ রান দরকার, তখন বুকে একরাশ আশা নিয়ে ধোনির দিকেই তাকিয়ে ছিলেন হলুদ জার্সির সমর্থকরা। কিন্তু রোজ রোজ আর ম্যাজিক হয় না। এদিন হল না। আর তখন শেষ জয়ের স্বপ্ন।

[আরও পড়ুন: কর্মীদের যৌন হেনস্তা করেছেন AIFF সচিব কুশল দাস, বিস্ফোরক অভিযোগ মিনার্ভা কর্ণধারের]

এদিন টস জিতে মায়াঙ্কদের ব্যাট করতে পাঠান জাদেজা। নিজে ফর্মে না থাকলেও সতীর্থদের কীর্তিতেই একাধিকবার স্বস্তির নিশ্বাস ফেলছেন পাঞ্জাব অধিনায়ক। এদিনও ব্যর্থ মায়াঙ্ক। ১৮ রান করেই ফেরেন প্যাভিলিয়নে। তবে ধাওয়ান ধামাকায় জমে ওঠে ওয়াংখেড়ে। ৯টি চার ও জোড়া ছক্কা হাঁকিয়ে ৫৯ বলে ৮৮ রান করেন পাঞ্জাব ওপেনার। ৪২ রান করে তাঁর যোগ্য সঙ্গ দেন ভানুকা রাজাপক্ষে। তাতেই লড়াইয়ের শক্ত ভিত তৈরি করে ফেলে পাঞ্জাব।

তবে টি-টোয়েন্টির মজা হল শুধু ভাল ব্যাটিং করেই আনন্দে থাকার উপায় নেই। বোলিং বিভাগকেও সমান ভাবে লড়াই করতে হয়। তা সে দলের রান ২০০ ছাড়িয়ে যাক না কেন। সম্প্রতিও সে উদাহরণ মিলেছে এই টুর্নামেন্টেই (IPL 2022)। শুরুতে উথাপ্পা, স্যান্টনার, শিবম দুবেদের উইকেট তুলে নিয়ে চেন্নাই টপ অর্ডারে ধাক্কা দিতে সফলই হন পাঞ্জাবের বোলাররা। তবে মূল্যবান দুটি উইকেট নেন রাবাডা। ফেরান ওপেনার ঋতুরাজ এবং দুরন্ত ছন্দে খেলা রায়ডুকে। কিন্তু জয়ের কৃতিত্ব নিঃসন্দেহে প্রাপ্য ঋষি ধাওয়ানেরও। শেষ ওভারে ধোনিকে প্যাভিলিয়নে ফেরাতে না পারলে খেলার ফল অন্যরকম হতেই পারত। 

[আরও পড়ুন: নিয়ন্ত্রণে করোনা, আসন্ন সিরিজেই বায়ো-বাবলের বেড়াজাল মুক্ত হতে চলেছে টিম ইন্ডিয়া!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement