Advertisement
Advertisement

Breaking News

Chennai Super Kings

ঘরের মাঠে পাঞ্জাবের কাছে হার, প্লে অফে ওঠার লড়াইয়ে চাপে চেন্নাই

চলতি আইপিএলে প্রথমবার আউট হলেন ধোনি।

Punjab Kings beat Chennai Super Kings in Cheapauk
Published by: Anwesha Adhikary
  • Posted:May 1, 2024 11:26 pm
  • Updated:May 1, 2024 11:34 pm  

চেন্নাই সুপার কিংস: ১৬২/৭ (ঋতুরাজ ৬২, হরপ্রীত ২/১৭, রাহুল ২/১৬)

পাঞ্জাব কিংস: ১৬৩/৩ (বেয়ারস্টো ৪৬, রসো ৪৩)

Advertisement

৭ উইকেটে জয়ী পাঞ্জাব। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) প্রথমবার আউট হলেন ধোনি। সেই সঙ্গে বেলাইন হয়ে গেল তাঁর চেন্নাই এক্সপ্রেসও। ঘরের মাঠ চিপকে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে অন্য দলগুলোর থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ল ইয়েলো আর্মি। অন্যদিকে টানা দুই ম্যাচে জয় পেয়ে প্লে অফে খেলার আশা এখনও জাগিয়ে রাখল পাঞ্জাব।

কেকেআরের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে ম্যাচ জিতেছিল স্যাম কুরানের দল। অন্যদিকে বিধ্বংসী হায়দরাবাদ ব্যাটিংকে দুরমুশ করে দিয়েছিল চেন্নাইও (Chennai Super Kings)। বুধবার চিপকে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল দুদল। তবে ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়ে গেল পাঞ্জাব। বিপক্ষের ঘরের মাঠ হলেও প্রথম থেকেই চেন্নাইকে ব্যাকফুটে ঠেলে দেন রাহুল চাহাররা। ব্যাট হাতে পাঞ্জাবের (Punjab Kings) জয় নিশ্চিত করেন গত ম্যাচের নায়ক জনি বেয়ারস্টো।

[আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ না পেয়ে ভেঙে পড়েছেন রিঙ্কু! ‘বাজি, মিষ্টি পড়েই রইল’, আক্ষেপ বাবার

বুধবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কুরান। পাওয়ার প্লে শেষ হতেই লাগাতার উইকেট হারাতে থাকে চেন্নাই। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরদিনই গোল্ডেন ডাক করেন শিবম দুবে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এক প্রান্ত থেকে ইনিংস গড়তে চেষ্টা করলেও অন্যপ্রান্তে একেবারেই সাহায্য পাননি। রানের গতি বাড়াতে ইম্প্যাক্ট সাব হিসাবে সমীর রিজভিকেও নামানো হয়। তাতেও লাভ হয়নি। ২০ ওভার শেষে ১৬২ রান করে চেন্নাই। উল্লেখ্য, চলতি আইপিএলে এতদিন অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে তিনি আউট হয়ে যান।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বিশেষ অসুবিধায় পড়তে হয়নি পাঞ্জাবকে। পাওয়ার প্লেতে প্রভসিমরন সিং আউট হয়ে গেলেও বেয়ারস্টো ইনিংসের হাল ধরেন। রাইলি রসোর সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে ম্যাচের রাশ ফের পাঞ্জাবের দিকে ফেরান ইংরেজ ব্যাটার। শেষদিকে চেন্নাই বোলাররা চেষ্টা করলেও জয় অধরাই থেকে গেল ইয়েলো আর্মির। ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্লে অফে ওঠার লড়াই আরও কঠিন করে ফেলল চেন্নাই। 

[আরও পড়ুন: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল ঘোষণায় চমক, প্রয়াত সাইমন্ডসকে শ্রদ্ধার্ঘ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement