Advertisement
Advertisement
Prithvi Shaw

‘আর কী কী দেখতে হবে?’, মুম্বই দল থেকে বাদ পড়ে ঈশ্বরের কাছে কাতর আর্তনাদ পৃথ্বীর

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন পৃথ্বী শর।

Prithvi Shaw posts in Instagram after getting sacked from Mumbai Vijay Hazare Trophy

পৃথ্বী শ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:December 17, 2024 7:26 pm
  • Updated:December 17, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামে আনসোল্ড। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালেও রান পাননি। এবার বিজয় হাজারে টুর্নামেন্টের মুম্বই দল থেকে বাদ পড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তারপরই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সঙ্গে ঈশ্বরের কাছে তাঁর প্রশ্ন, ‘আমাকে আর কী কী দেখতে হবে?’

একসময় তাঁর প্রতিভার তুলনা হত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। কিন্তু ক্রমে ভারতীয় ক্রিকেটের মূলবৃত্ত থেকে সরে গিয়েছেন পৃথ্বী শ। বাদ পড়েছেন মুম্বইয়ের রনজি দল থেকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর কাড়তে পারেননি। আইপিএলে আনসোল্ড থেকেছেন। অবশেষে বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়তেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন পৃথ্বী।

Advertisement

সেখানে তিনি নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেছেন। ২০১৭ থেকে ৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো, ১২৫.৮। তারপরও তিনি প্রশ্ন তুলেছেন, ‘হে ঈশ্বর, আমাকে আর কী কী দেখতে হবে? যদি ৬৫ ইনিংসে ৫৫.৭ গড়ে ও ১২৬ স্ট্রাইক রেটে ৩৩৯৯ রান যথেষ্ট না হয়, তাহলে হয়তো আমি ততটাও ভালো ক্রিকেটার নই। কিন্তু তোমার উপর আমার ভরসা আছে। আশা করব, লোকে আমার উপর এখনও ভরসা রাখবে। কারণ আমি ফিরে আসবই। ওম সাই রাম।’

উল্লেখ্য, মুম্বই সৈয়দ মুস্তাক আলি ট্রফিজয়ের পর পৃথ্বীর কাজের প্রতি সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি বলেছিলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওর প্রতিভা ঈশ্বরপ্রদত্ত। সত্যি কথা বলতে, ওর মতো প্রতিভা খুব কম ক্রিকেটারের মধ্যে আছে। কিন্তু পৃথ্বীকে নিজের কাজের প্রতি সৎ হতে হবে। একথা আমি আগেও বহুবার বলেছি। আর যদি সেটা করতে পারে, তাহলে পৃথ্বী অন্য উচ্চতায় উঠতে পারবে। কিন্তু ওকে তো আমরা জোর করতে পারি না। ও যথেষ্ট ক্রিকেট খেলেছে। পৃথ্বীকে নিজেই নিজের উন্নতি করতে হবে। আমরা ওকে কোলে করে বড় করতে পারব না।”

Prithvi Shaw posts in instagram after getting sacked from Mumbai Vijay Hazare Trophy

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement