সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মোতেরায় নতুন করে সংস্কার হওয়া স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। আর উদ্বোধনই ছিল চমক। নয়া এই স্টেডিয়ামের নাম রাখা হল প্রধানমন্ত্রীর নামে। এবার থেকে এই স্টেডিয়ামকে বলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
Gujarat: President Ram Nath Kovind and his wife perform ‘bhumi pujan’ of Sardar Vallabhbhai Patel Sports Enclave in Ahmedabad’s Motera
Union Home Minister Amit Shah, Sports Minister Kiren Rijiju and Gujarat Deputy Chief Minister Nitin Patel also present pic.twitter.com/vWlEnoTPQ1
— ANI (@ANI) February 24, 2021
Gujarat: President Ram Nath Kovind inaugurates Narendra Modi Stadium, the world’s largest cricket stadium, at Motera in Ahmedabad
Union Home Minister Amit Shah, Gujarat Governor Acharya Devvrat, Sports Minister Kiren Rijiju, and BCCI Secretary Jay Shah also present pic.twitter.com/PtHWjrIeeH
— ANI (@ANI) February 24, 2021
বুধবার আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের আগে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। সর্দার বল্লভভাই প্যাটেলের নামে স্পোর্টস এনক্লেভ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়। যদিও আগে স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। এরপর কোবিন্দ এবং তাঁর স্ত্রী স্পোর্টস এনক্লেভের ভূমিপুজোতেও অংশ নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। দু’জনেই বক্তব্য রাখেন। এছাড়াও ছিলেন প্রশাসন এবং ক্রীড়াজগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে থাকতে না পারায় টুইট করে দুঃখপ্রকাশও করেন সৌরভ।
চলতি বছরের শুরুতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সভাপতি। পরবর্তীতে তাঁর হৃৎপিণ্ডে স্টেন্টও বসে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। ফলে মোতেরায় উপস্থিত থাকতে না পারায় টুইট করে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ লেখেন, “আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। অনেক মানুষের কঠোর পরিশ্রমের ফসল এটি। পিংক টেস্ট আমাদের স্বপ্ন এবং ভারতে দ্বিতীয়বার তা আয়োজিত হচ্ছে। আগের বারের মতোই পুরো স্টেডিয়াম ভরতি থাকবে আশা করি।”
Will miss being at the stadium today ..what an effort it must have been to create this ..pink test was our dream and it’s going be the 2nd one in india.hope to see full stands like last time. Under the leadership of Honble Prime minister @narendramodi Amit Shah @AmitShah .. pic.twitter.com/za7vdYHTN0
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2021
@JayShah and every office bearer and member of GCA ..must be proud of creating this infrastructure for every cricketer of Gujarat and India…Good wishes for today ..First international game after it was built ..@BCCI pic.twitter.com/mMXS38ky6z
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2021
Motera in all readiness 😍
Just a few hours left for the #PinkBallTest #INDvENG @Paytm
ARE YOU READY 😎👌🏻 #TeamIndia pic.twitter.com/EdyGsLlQws
— BCCI (@BCCI) February 24, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.