ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা কামাতে তো কোনও বাধা নেই। তাহলে ঘরোয়া ক্রিকেটের প্রতি এত অনীহা কেন? ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) এভাবেই তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার (Praveen Kumar)। তাঁর মতে, অর্থের প্রয়োজনীয়তা থাকলেও সবদিকে ভারসাম্য বজায় রাখা উচিত ক্রিকেটারদের।
ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন ঈশান কিষান। রনজির বদলে তাঁকে দেখা গিয়েছে অফিস টুর্নামেন্টে। রনজি খেলতে না চেয়ে পিঠে ব্যথার ভুয়ো তথ্য দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তার পরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে দুই ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে ক্রিকেটমহলের তোপে পড়েছেন জাতীয় দলের দুই তারকা।
এহেন পরিস্থিতিতে নতুন করে তোপ দেগেছেন জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার। তাঁর কথায়, “টাকা কামাও না, কে বারণ করেছে? অর্থ উপার্জন করা অবশ্যই দরকার। কিন্তু তার জন্য ঘরোয়া ক্রিকেটকে অবহেলা কেন? জাতীয় ক্রিকেট খেলতে অনীহা কেন? আসলে এই ভাবনাটাই এখন ক্রিকেটারদের মাথায় ঢুকে গিয়েছে, এখন এক মাস বিশ্রাম নিয়ে তার পরে আইপিএল খেলব। কারণ এতগুলো টাকার লোভ ছাড়া যায় না।”
তবে আইপিএল খেলাকে মোটেই দোষের বলে মনে করছেন না প্রাক্তন পেসার। তাঁর মতে, অর্থ উপার্জন করা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার জন্য ঘরোয়া ক্রিকেটকে অবহেলা করা একেবারেই ঠিক নয়। একজন ক্রিকেটারকে সবদিক সামলে চলতে হয়। অর্থটা খুবই দরকার। কিন্তু যা হচ্ছে সেটা মোটেও ঠিক নয়। অনেকের মতে, আইপিএলে ভালো খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরতে চেয়েছিলেন দুই তারকা। কিন্তু বোর্ড সূত্রে খবর, অদূর ভবিষ্যতে সম্ভবত তাঁদের জন্য খুলবে না জাতীয় দলের দরজা। এমনকী আইপিএলে ভালো পারফর্ম করলেও না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.