Advertisement
Advertisement
Team India

‘ভারতীয় দলে সবাই মদ্যপান করে!’, কাদের দিকে আঙুল তুললেন ধোনির প্রাক্তন সতীর্থ?

মদ্যপান ইস্যুতে উত্তাল ভারতীয় ক্রিকেট!

Praveen Kumar accuses senior player of maligning image about drinking alcohol। Sangbad Pratidin

ফের বিতর্কে ধোনির টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 9, 2024 8:43 am
  • Updated:January 9, 2024 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তাঁর সুইংয়ের কাছে ঘায়েল হত বিপক্ষের ব্যাটাররা। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা লোকজনের দাবি, অতিরিক্ত মদ্যপান করার জন্যই নাকি বাইশ গজের যুদ্ধ থেকে হারিয়ে গিয়েছিলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। তবে একটা সময় বিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়া প্রবীণ আবার খবরের শিরোনামে। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার (Team India) একাধিক ক্রিকেটার মদ্যপান করেন। তবে জনসমক্ষে তাঁকে বদনাম করা হয়েছে!

কয়েক দিন আগে একটি ইউ টিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন জোরে বোলার। সেখানে তাঁর মদ্যপানের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেটা শুনে প্রবীণ বলেন, “আমাকে দলের সবাই বলত মদ্যপান করো না। সবাই বলত এটা করো না, ওটা করো না। তবে আবার একাধিক সিনিয়র ক্রিকেটার আমাকে একটা কথাই বলত, সবাই মদ্যপান করে। কিন্ত আসল কথা হল, তাদের কারও বদনাম হয় না। বদনাম হয় পিকের নাম। সবাই বলে পিকে মদ্যপান করে। কিন্তু আমি জানি ভারতীয় দলে সবাই মদ্যপান করে। বদনাম হয় শুধু পিকে।”

Advertisement

[আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার, শোকস্তব্ধ ক্রীড়াদুনিয়া]

Praveen Kumar
একটা সময় জাতীয় দলে দাপট দেখাতেন প্রবীণ কুমার। ফাইল চিত্র

এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতো সিনিয়রা তাঁকে উপদেশ দিয়েছিলেন কিনা? যার জবাবে প্রবীণ জানিয়েছেন “আমি কারও নাম করে কিছু বলব না। ক্যামেরার সামনে কারও নাম নেব না। সবাই জানে যে, কে পিকের নাম বদনাম করেছে।”

মাঠে ও মাঠের বাইরে বরাবরই বিতর্কিত চরিত্র ছিলেন প্রাক্তন পেসার। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আর তাই হয়তো ২০১২ সালের পর তাঁকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন প্রবীণ। দেশের হয়ে ৬টি টেস্টে ২৭টি উইকেট নেওয়ার পাশাপাশি, ৬৮টি একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৭৭। এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ৮ উইকেট। গুজরাট লায়ন্স, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন তিনি।

[আরও পড়ুন: সাক্ষাৎকারের মাঝেই সোনমের কাছে ক্ষমা চাইলেন সুনীল! কেন? দেখুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement