Advertisement
Advertisement
Jay Shah

আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে জয় শাহ! বিসিসিআইয়ের সচিব পদের লড়াইয়ে এগিয়ে কারা?

উঠে আসছে তিন হেভিওয়েট প্রার্থীর নাম।

Possible names to replace Jay Shah as BCCI secretary

জয় শাহ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 23, 2024 9:04 pm
  • Updated:August 23, 2024 9:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। তবে সম্প্রতি জানা যাচ্ছে, আইসিসি-র চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন তিনি। তার পরই ভারতীয় ক্রিকেটমহলে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, জয় শাহ সচিবের পদ ছাড়লে সেখানে কাকে দেখা যাবে?

আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নভেম্বর মাসে। সূত্রের খবর, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। বস্তুত বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। বিশ্বের অন্যান্য দেশের বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। বর্তমান চেয়ারম্যান বার্কলে জানিয়ে দিয়েছেন, তিনি তৃতীয়বার নির্বাচনে লড়তে চান না। সূত্রের খবর, জয় শাহ যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান, সেটা ইতিমধ্যেই স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: টেস্ট ক্রিকেটকে ‘বাঁচাতে’ ১২৫ কোটির তহবিল তৈরি আইসিসির! সমর্থন জয় শাহের]

সেক্ষেত্রে বিসিসিআইয়ের সচিব পদে তাঁর বিকল্প হিসেবে উঠে আসছে মূলত তিনটি নাম। সংবাদসংস্থা পিটিআইয়ের মতে এই তিনজন হলেন রাজীব শুক্লা, আশিস শেলার ও অরুণ ধুমাল। এঁদের মধ্যে রাজীব শুক্লা ইতিমধ্যেই বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে রয়েছেন। বোর্ডের কাজকর্মের বিষয়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের। তাঁর ক্ষেত্রে আরও যেটা সুবিধা সেটা হল, রাজনৈতিক গণ্ডী অতিক্রম করে সবার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। সেক্ষেত্রে জয় শাহের বাকি থাকা এক বছরে সচিব পদে অনেকেই দেখছেন তাঁকে।

[আরও পড়ুন: ‘যেন পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত শেন ওয়ার্নের স্মৃতিতে আজও কাতর কুলদীপ]

দ্বিতীয় যাঁর নাম উঠে আসছে, তিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ। আশিস শেলার কেন্দ্রের শাসকদলের প্রভাবশালী নেতাও। তাছাড়া মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। তবে এটাও ঠিক যে, বোর্ড সচিব হওয়া সময়সাপেক্ষ কাজ। শেলার সেই দায়িত্ব নিতে চাইবেন কিনা, সেটাও প্রশ্ন। অন্যদিকে অরুণ ধুমাল আইপিএলের প্রধান। ফলে তিনিও এগিয়ে থাকবেন বিসিসিআই সচিবের দৌড়ে। তবে এঁরা ছাড়াও আরও অনেকেই আছেন এই পদের সম্ভাব্য প্রার্থী তালিকায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement