Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

মোদির সঙ্গে সাক্ষাৎ বিশ্বজয়ীদের, রোহিতদের কী বললেন প্রধানমন্ত্রী?

দিল্লি থেকে মুম্বই রওনা দিয়েছে মেন ইন ব্লু।

T20 World Cup 2024: PM Narendra Modi meets WC Champion Team India

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:July 4, 2024 2:18 pm
  • Updated:July 4, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক মোদির বাসভবনে ছিল ভারতীয় দল। সেখানে গোটা দলের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রকাশ্যে এসেছে সেই আলাপচারিতার ভিডিও। মোদিকে বিশেষ চ্যাম্পিয়ন জার্সিও উপহার দেওয়া হয়েছে ভারতীয় দলের তরফে। 

ঘূর্ণিঝড়ের তাণ্ডব সামলে বৃহস্পতিবার ভোরে দেশে ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা ( T20 World Cup 2024)। বিমানবন্দর থেকে দিল্লির হোটেলে বিশ্রাম নিতে যান তাঁরা। সেখান থেকে সকাল ১০টা ৩০ নাগাদ বেরিয়ে মোদির সঙ্গে দেখা করতে যায় গোটা ভারতীয় দল। মিনিট পনেরোর মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছন তাঁরা। সেখানে মোদির সঙ্গে প্রাতরাশ সারার কথা ছিল ভারতীয় দলের।

[আরও পড়ুন: কোপা কোয়ার্টারে সামনে ইকুয়েডর, মেসিকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে আর্জেন্টিনা

সকাল এগারোটা নাগাদ বিশ্বচ্যাম্পিয়নদের (Indian Cricket Team) সঙ্গে দেখা করতে আসেন মোদি। বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রীর বাসভবনে সময় কাটান রোহিত শর্মারা। চ্যাম্পিয়ন লেখা বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন মেন ইন ব্লু। ট্রফি হাতে মোদির সঙ্গে ছবিও তোলেন ভারতীয় দলের সদস্যরা। দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরে চলে যান বিরাট কোহলিরা। সেখান থেকে মুম্বই উড়ে যাবে গোটা দল।

কিন্তু দীর্ঘ আলাপচারিতায় চ্যাম্পিয়নকে কী বললেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বকাপের নানা ম্যাচ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন মোদি। বিশেষ কিছু শট, নজরকাড়া কয়েকটি ক্যাচ নিয়েও মন্তব্য করেন। এমনকি কোন ক্রিকেটার কোন শট ভালো খেলেন সেটাও জানেন প্রধানমন্ত্রী। ক্যারিবিয়ানভূমে বিশ্বকাপ খেলতে গিয়ে কেমন চ্যালেঞ্জের বাউন্সার সামলাতে হয়েছে, সেই নিয়েও জিজ্ঞাসা করেন। প্রধানমন্ত্রীর মতে, এই বিশ্বকাপ জয় আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে দেবে ভারতীয় দলকে।

[আরও পড়ুন: টোস্ট করতে গিয়ে হিমশিম কোহলি! আধপোড়া পাউরুটিতেই উদরপূর্তি? ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement