সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ল ভারতের পতাকা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) তরফে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিব জয় শাহ (Jay Shah) অভিনন্দন জানিয়েছেন যুব বিশ্বচ্যাম্পিয়ন দলকে। পুরস্কার ঘোষণাও করা হয়েছে অনূর্ধ্ব-১৯ (Under 19 India Team) দলের জন্য। প্রতিটি ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ২৫ লক্ষ টাকা করে।
বিশ্বজয়ের পরে ভারতীয় যুবদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি টুইট করেন, “আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য ভীষণ গর্বিত। বিশ্বকাপ জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে দারুণ লড়াকু মনোভাব দেখিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত ও দক্ষদের হাতে।”
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইংল্যান্ডকে (England Under 19) উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত (India Under 19 )। এবার নিয়ে পঞ্চমবার খেতাব জিতল ভারত। শনিবারের ফাইনালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারও ব্যাট করতে পারেনি। ৪৪.৫ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭.৪ ওভারে ম্যাচ জিতে নেয়।
শনিবার অ্যান্টিগায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংরেজদের। ইনিংসের একেবারে গোড়াতেই ইংরেজ শিবিরে ধাক্কা দেন বাংলার পেসার রবি কুমার (Ravi Kumar)। শুরুতেই অধিনায়ক টম প্রেস্ট-সহ দুই ইংরেজ ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। অন্য প্রান্ত দিয়ে ইংরেজ শিবিরে আঘাত হানেন রাজ বাওয়া (Raj Bawa)। দুই পেসারের দাপটে নাস্তানাবুদ হয়ে যায় ইংরেজ যুবারা। একটা সময় মাত্র ৯১ রানে ৭ উকেট পড়ে যায় ইংল্যান্ডের। সেখান থেকে অষ্টম উইকেটের জুটি খেলার মোড় কিছুটা ঘোরায় ইংল্যান্ডের দিকে। জেমস রিউ এবং জেমস সেলসের জুটিতে ভর করে সম্মানজনক স্কোর করে ইংল্যান্ড। ৪৪. ৫ ওভার ইংরেজরা অল-আউট হয়ে যায় ১৮৯ রানে। জেমস রিউ করেন ৯৫ রান। ভারতের রাজ বাওয়া মাত্র ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। রবি কুমার নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতেরও। ফর্মে থাকা ওপেনার অঙ্গকৃষ এদিন ফিরে যান শূন্য রানে। অধিনায়ক ধুল এবং হরনূর সিং করেন যথাক্রমে ১৭ এবং ২১ রান। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শাইক রশিদ, নিশান্ত সাধু এবং রাজ বাওয়া। শাইক অর্ধশতরান করেন। বলের পর ব্যাট হাতেও ৩৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন রাজ। কিন্তু ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দেওয়ার নায়ক নিশান্ত সিন্ধু। অপরাজিত ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
Extremely proud of our young cricketers. Congratulations to the Indian team for winning the ICC U19 World Cup. They have shown great fortitude through the tournament. Their stellar performance at the highest level shows that the future of Indian cricket is in safe and able hands.
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.