Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘কার আইডিয়া? চাহালের নাকি?’ রোহিতের বিশ্বকাপ সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে প্রশ্ন মোদির

জবাবে কী বললেন রোহিত শর্মা?

PM Narendra Modi asked Rohit Sharma about his Barbados pitch and trophy gestures

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় রোহিত শর্মা।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 5, 2024 7:19 pm
  • Updated:July 5, 2024 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরো বছর পরে ভারতের বিশ্বজয়। একদিন যেভূমিতে ভারতের ক্রিকেটের সূর্যাস্ত হয়েছিল, সেই ক্যারিবিয়ান ভূমেই সূর্যোদয় ঘটে। আবেগপ্রবণ রোহিত শর্মা কখনও কোহলির সঙ্গে তেরঙা উঁচিয়ে ধরলেন। কখনও আবার জাতীয় পতাকা পুঁতে দিলেন বার্বাডোজের মাঠে। নোভাক জকোভিচের মতো পিচের ধুলো চেখে দেখলেন। ‘ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে’ নিজেকে মেলে দিলেন। হার্দিকের গালে চুমুও এঁকে দিলেন। তাঁর সেই আবেগপ্রবণ মুহূর্তগুলো দেশবাসীর নজর এড়ায়নি। নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
বিশ্বজয়ীরা দেশের মাটিতে পা রেখে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। সেখানেই প্রধানমন্ত্রী রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেন, ”রোহিত বাইশ গজই ক্রিকেটের জীবন। সেই বাইশ গজেরই মাটি তুমি চেখে দেখলে। কারণ কী?”

[আরও পড়ুন: বিশ্বজয়ের পর অবসর, রোহিত-বিরাটের জার্সি তুলে রাখার অনুরোধ প্রাক্তন তারকার]

মোদির প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ”যে মাটিতে আমরা জয়লাভ করেছি, সেখানকার মুহূর্ত আমি স্মৃতিতে রাখতে চেয়েছিলাম।  আমরা সবাই ওই বিশেষ মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। আগেও বহুবার আমরা জয়ের দোরগোড়ায় এসে হেরে গিয়েছি। এগোতে আর পারিনি। এবার সবার প্রচেষ্টায় আমরা সাফল্য অর্জন করেছি। সেই কারণেই এই পিচ আমার কাছে খুব স্পেশাল ছিল। ওই মুহূর্তে তাই আমি পিচের মাটি মুখে দিই। চেখে দেখি বাইশ গজের মাটি।”
বৃহস্পতিবার বিরাট কোহলি ভারত অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে বলেন, গত পনেরো বছরে রোহিতকে এরকম আবেগতাড়িত দেখেননি। বিশ্বজয়ের পরে হিটম্যান ধরা দেন অন্য অবতারে। ট্রফি হাতে নেওয়ার সময়ে বিশেষ এক ভঙ্গিমা করতে দেখা যায়। মোদি প্রশ্ন করেন রোহিতকে, ”এই আইডিয়া কি চাহালের ছিল?” প্রধানমন্ত্রীর প্রশ্ন শুনে হেসে ফেলেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। রোহিত হাসতে হাসতে মোদিকে বলেন, ”কুলদীপ আর চাহাল আমাকে এই পরামর্শ দিয়েছিল।” ট্রফি হাতে তোলার জন্য রোহিত যে ভঙ্গিতে এগোচ্ছিলেন, তা দেখে অনেকেই ডব্লিউডব্লিউই-র কুস্তিগির রিক ফ্লেয়ারের সঙ্গে মিল পান। চাহাল এবং কুলদীপ বিশেষ কিছু করার পরামর্শ দেন হিটম্যানকে। ওই দুই ক্রিকেটারের মরামর্শমতোই রোহিত কুস্তিগির রিক ফ্লেয়ারকে নকল করেন। 
২০১১-র পরে ফের মায়াবী রাত ফেরে ওয়াংখেড়েতে।  গ‌্যালারি হাউসফুল। মাঠেই নাচলেন ক্রিকেটাররা। রোহিত শর্মার স্মৃতিতে কড়া নেড়ে যায় ২০০৭-এর সেলিব্রেশন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বজয় করে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছিল। সেই প্রসঙ্গে ওয়াংখেড়েতে তাঁকে সঞ্চালক গৌরব প্রশ্ন করা হয়েছিল, ২০০৭ না ২০২৪ সাল? কোনটাকে তিনি এগিয়ে রাখবেন? ভারত অধিনায়ক জবাবে বলেন, ”২০০৭ সালের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য ধরনের। আমরা দুপুরবেলায় শুরু করেছিলাম। আর এবার সন্ধ্যাবেলা। ২০০৭ সাল ভুলি কী করে। সেটা ছিল আমার প্রথম বিশ্বকাপ। তবে এবারেরটা সব অর্থেই অন্যধরনের। কারণ এবার তো আমিই অধিনায়ক আমার কাছে গর্বের মুহূর্ত। উন্মাদ হয়ে যাওয়ার মতো অবস্থা।”

Advertisement

[আরও পড়ুন: ‘ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলাম না’, প্রধানমন্ত্রী মোদির কাছে ফাঁস কোহলির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement