Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

‘মা হাসপাতালে, তবুও…’, সদ্য অবসর নেওয়া অশ্বিনকে আবেগঘন চিঠি মোদির

'অবসরের সিদ্ধান্তটা ক্যারম বলের মতোই চমকে দেওয়া', বলছেন মোদি।

PM Modi writes to Ravichandran Ashwin after retirement
Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2024 1:37 pm
  • Updated:December 22, 2024 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসর ঘোষণায় চমকে গিয়েছিল ক্রিকেটদুনিয়া। চমকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারকা স্পিনার অবসর ঘোষণার তিনদিন পরে এবার তাঁকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে খেলার জন্য শুভেচ্ছা জানালেন। মা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও অশ্বিন যেভাবে জাতীয় দলের হয়ে খেলেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে। হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন, সেটা আন্দাজ করতে পারেননি কেউই।

Advertisement

অবসর নেওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারকা স্পিনার। শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে কপিল দেব- সকলেই অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল স্বয়ং প্রধানমন্ত্রীর নামও। রবিবার তিনি একটি আবেগঘন চিঠি পাঠালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া অশ্বিনকে। জানালেন, সব ফরম্যাট মিলিয়ে অশ্বিন যে ৭৬৫টি উইকেট নিয়েছেন, সেগুলির প্রত্যেকটিই খুব স্পেশাল।

দীর্ঘ চিঠিতে মোদি আরও বলেছেন, ‘তুমি ক্যারম বলের মতো করে চমকে দিয়েছ অবসরের সিদ্ধান্তে। এতদিন দেশের জার্সিতে খেলেছ, তাই অনেক শুভেচ্ছা রইল। আমাদের মনে আছে, মা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তুমি দেশের হয়ে খেলতে নেমেছ। গোটা চেন্নাই যখন বন্যায় ডুবে, তুমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছ না, তখনও খেলেছ দক্ষিণ আফ্রিকার মাটিতে। এমন অসাধারণ কেরিয়ারের জন্য বাহবা জানাই তোমাকে।’ আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের স্মরণীয় মুহূর্তগুলিও চিঠিতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement